ঢাকা: বর্তমান বিশৃঙ্খল ও দ্বন্দ্বমুখর আধুনিক বিশ্বে রাসুল (সাঃ) এর শিক্ষা ও আদর্শ ধারণ করে তা অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ এক বাণীতে তিনি এই কথা বলেন।
বেগম রওশন এরশাদ আরও বলেন, আধুনিক বিশ্বে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) মানবতার মুক্তি ও কল্যাণের পথ নির্দেশিকা নিয়ে মানব জাতির কাছে সর্বশেষ নবী হিসেবে মহান আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছিলেন। তাঁর ওপর নাযিলকৃত মহাগ্রন্থ আল-কোরআন মানবজাতির মুক্তির পথ নির্দেশিকা বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, বিশ্বের ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান ‘মদীনা সনদ’ এ জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার সার্বজনীন ঘোষণা রয়েছে। তাই মানব জাতির প্রতিটি ক্ষেত্রে মহানবীর শিক্ষা আজ অনুসরণীয়।
তিনি বলেন, বিশ্বনবী এমন এক সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও ধর্মীয় অবস্থা অধ:পতনের চরম সীমায় নেমে গিয়েছিল। তাঁর আগমণে শিরক, পৌত্তলিকতা, জাহেলিয়াত ও বর্বরতা দূরীভূত হয়। তাঁর শুভাগমণে বিশ্বের সৌভাগ্যের দ্বার উন্মুক্ত হয়।
১২ ডিসেম্বর,২০১৬/ এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস