মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬, ০৩:৩৩:১৫

দাঁড়িপাল্লা প্রতীক হারালো জামায়াত!

দাঁড়িপাল্লা প্রতীক হারালো জামায়াত!

নিউজ ডেস্ক: দাঁড়িপাল্লা প্রতীক হারালো জামায়াতে ইসলামি। সুপ্রিম কোর্টের মনোগ্রাম দাঁড়িপাল্লা হওয়ায় কোনো রাজনৈতিক দলকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সব্বোর্চ আদালত। সোমবার অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার দুপুরে এ বিষয়ে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ বলেন, সিদ্ধান্তের বিষয়টি বুধবার চিঠি দিয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে।

সভা সূত্রে জানা গেছে, সুপ্রিম কোর্টের মূল বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় ২টা চেইনের স্থলে ৩টা চেইন লাগানো হবে। এনেক্স বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় ৩টি চেইনই থাকবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীক দাঁড়িপাল্লা। দলটি নির্বাচন কমিশনের নিবন্ধন হারানোয় বর্তমানে বিষয়টি সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে।
এছাড়া সভায় নতুন বছরে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ৬২ দিন নির্ধারণ করা হয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সভাপতিত্বে ফুলকোর্ট সভায় উপস্থিত ছিলেন আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।
১৩ ডিসেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে