বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ১১:০৫:১৭

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি খালেদা জিয়ার শ্রদ্ধা

নিউজ ডেস্ক : মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বুধবার সকাল ১০ টায় মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারপারসন।

স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন। ওই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ব্যরিষ্টার মওদুদ আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মঙ্গন খানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।,

এর আগে খালেদা জিয়া মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধের উদ্দ্যেশে সকাল ৯.২০ মিনিটে গুলশানের বাসা থেকে রওনা হন ।
১৪ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে