নিউজ ডেস্ক : শামীমের বিরুদ্ধে বিষোদগার মানেই তাকে জাগিয়ে তোলা। শামীম ওসমানকে ঘুমিয়ে থাকতে দিন। আইভীকেও আহত করার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারস বেগম খালেদা জিয়া।
সম্প্রতি গুলশান কার্যালয়ে দলের নেতাদের উপস্থিতিতে বিএনপি প্রার্থী সাখাওয়াতকে বেগম খালেদা জিয়া এই পরামর্শ দেন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী এ্যাড. সাখাওয়াত হোসেনকে পরিষ্কার খালেদা জিয়া বলে দিয়েছেন, শামীম ওসমানকে নিয়ে কোনো মন্তব্য করবেন না। আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর বিরুদ্ধে কোনো আক্রমণাত্নক বক্তব্য রাখবেন না। আপনার বিরুদ্ধে কোনো বক্তব্য আসলে তার জবাব দেবেন মাত্র।
তিনি বলেন, শামীমের বিরুদ্ধে বিষোদগার মানেই তাকে জাগিয়ে তোলা। শামীম ওসমানকে ঘুমিয়ে থাকতে দিন। আইভীকেও আহত করার দরকার নেই। রাজনৈতিক বক্তব্য নারায়ণঞ্জের মানুষের দুর্ভোগ ও অভাব-অভিযোগ তুলে ধরে নির্বাচিত হলে কি করবেন সেই প্রতিশ্রুতি দিন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় দলের পক্ষ থেকে এই নির্বাচন পরিচালনার দায়িত্ব পেয়েছেন। নির্বাচনী আচরণবিধির কারণে আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা যেখানে আইভীর জন্য প্রচারণায় নামতে পারছেন না, সেখানে বিএনিপর নানা স্তরের নেতাকর্মীরা প্রতিনিয়ত ভোটারদের দুয়ারে দুয়ারে ধানের শীষের জন্য ভোট চাইছেন।
১৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস