নিউজ ডেস্ক : এমপি মঞ্জুরুল ইসলাম লিটন ৯ বছরের শিশু সৌরভকে গুলি করার ঘটনা সিনেমার সঙ্গে তুলনা করলেন হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম।
সোমবার দুপুরে হাইকোর্টে এমপি লিটনের জামিন আবেদনের ওপর শুনানির একপর্যায়ে তিনি বলেন, আগে সিনেমায় দেখেছি, সকাল বেলা এভাবে একজন বের হয়ে পাখিকে গুলি করতো, কবুতরকে গুলি করতো।
এর আগে দুপুর ১টার দিকে সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটন সাদা শার্ট ও কালো প্যান্ট পরে হাইকোর্টের এজলাসে প্রবেশ করেন। ১টার কিছু পর শুনানি শুরু হয়।
শুনানিতে এমপি লিটনের আইনজীবী মোকছেদুল ইসলাম বলেন, মিডিয়ায় লেখালেখি ও নিজ এলাকায় বিশেষ পরিস্থিতির কারণে আত্মসমর্পণ করতে পারছেন না তিনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। একজন এমপি হিসেবে হাইকোর্টে জামিনের জন্য এসেছি।
জামিনের বিরোধিতা করেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, একজন জনপ্রতিনিধি হয়ে কীভাবে এ কাজ করে। এমপি আত্মপক্ষ সমর্থন করে কোনো বিবৃতিও দেননি। আপিল বিভাগের নির্দেশনা মতে তাকে আগাম জামিন দেয়া যায় না। তাকে পুলিশ হেফাজতে দেয়া উচিত।
প্রায় পৌনে ১ ঘণ্টার শুনানিকালে পুরো সময় মঞ্জুরুল ইসলাম লিটন এজলাসে দাঁড়িয়ে ছিলেন।
শুনানি শেষে দুপুর ১টা ৫২ মিনিটে লিটনের জামিন আবেদন খারিজ করে দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ।
প্রসঙ্গত, গত ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ উপজেলার দহবন্ধ ইউনিয়নের গোপালচরণ এলাকায় এমপি লিটনের গুলিতে দুই পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী শাহাদাত হোসেন সৌরভ (৮)। সে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনার পরের দিন আহত শিশু সৌরভের বাবা এমপি লিটনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন মঞ্জুরুল ইসলাম লিটন।
১২ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম