বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০২:০৬:২১

বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি তালিকা, কারা যাচ্ছেন সংলাপে?

বঙ্গভবনে বিএনপির প্রতিনিধি তালিকা, কারা যাচ্ছেন সংলাপে?

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন পুনগর্ঠনের ব্যাপারে রাষ্ট্রপতির সাথে আলোচনায় অংশ নেয়ার জন্য একটি প্রতিনিধি দলের তালিকা রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে জমা দিয়েছেন বিএনপি।

দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি তালিকা আজ দুপুর সাড়ে বারেটার দিকে বঙ্গভবনে পৌঁছে দেন বিএনপির তিন সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন ও বেলাল আহমেদ।

মুনির হোসেন জানান, সংলাপে অংশ নেয়ার জন্য রাষ্ট্রপতির কার্যালয় থেকে বিএনপির যে ১০ সদস্যের নাম চাওয়া হয়েছে সেই তালিকা আমরা বঙ্গভবনে পৌঁছে দিয়েছি। সেখানে ডেপুটি সেক্রেটারি আমাদের তালিকা গ্রহণ করেছেন।

জানা গেছে, ১০ সদস্যের প্রতিনিধি দলে অন্যদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী রয়েছেন।
১৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে