বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৬:৫৯:৩৫

রোহিঙ্গা সংকট ইস্যুতে ওআইসির জরুরি বৈঠক

রোহিঙ্গা সংকট ইস্যুতে ওআইসির জরুরি বৈঠক

নিউজ ডেস্ক : মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ কমছে। এতে রোহিঙ্গা সংকট খুব তাড়াতাড়ি নিরসনের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। ফলে এ সংকট সমাধানের লক্ষ্যে মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের জেরে জরুরি বৈঠকের আহ্বান করেছে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।
 
তবে বৈঠকের কোনো তারিখ বা সময়সূচি এখনো জানানো হয়নি। সংস্থাটির মহাসচিব ড. ইউসুফ এ আল ওয়াতাইমিন নিউইয়র্ক, জেনেভা ও ব্রাসেলসের স্থায়ী কার্যালয়ের ওআইসি সদস্য দেশগুলোর প্রতিনিধিকে নিয়ে জরুরি বৈঠকের নির্দেশনা দিয়েছেন।
 
একই সঙ্গে রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় মিয়ানমার সরকারের প্রতি নিন্দা জানিয়েছে ওআইসি। জানা গেছে, নিউ ইয়র্ক, জেনেভা ও ব্রাসেলসে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রীদের কাঙিক্ষত বৈঠকটি হতে পারে।
 
গত একমাসেরও বেশি সময় ধরে চলা মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতনের খবর বরাবরই অস্বীকার করে আসছে দেশটির সরকার।
 
হিউম্যান রাইট ওয়াচ একাধিকবার প্রমাণ হাজির করেছে যে, সেখানকার সেনাসদস্যরা রাখাইন রাজ্যের রোহিঙ্গা মুসলিমদের বাড়িঘর আগুন দেয়াসহ নারীদের সন্মানহানী করছে।
 
তবে এই প্রথমবারের মতো রোহিঙ্গা ইস্যু নিয়ে বৈঠক আহবান করলো ৫৭ টি মুসলিম দেশ নিয়ে গঠিত ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)।

১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে