বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ০৭:২৮:০৯

রোহিঙ্গা বিদ্রোহে নতুন মোড়, মিয়ানমারকে সতর্কবার্তা

রোহিঙ্গা বিদ্রোহে নতুন মোড়, মিয়ানমারকে সতর্কবার্তা

নিউজ ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন রোহিঙ্গা বিদ্রোহকে 'পালাবদল' আখ্যা দিয়ে সেখানে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের ব্যাপারে কড়া সতর্কবার্তা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ-আইসিজি।
 
সংস্থাটি বলছে, দেশটিতে চলমান সহিংসতার জন্ম হয়েছে গত অক্টোবর ও নভেম্বরে সৌদি আরব সমর্থিত হরকাত আল-ইয়াকিন নামে একটি সশস্ত্র গোষ্ঠীর সুসংগঠিত আক্রমণের মধ্য দিয়ে। এই সংগঠনটির বিদ্রোহী কর্মকাণ্ড অন্য সন্ত্রাসী বা আন্তঃদেশীয় জঙ্গি সংগঠনগুলোর চেয়ে আলাদা। তারা অন্য ধর্মাবলম্বী ও বেসামরিক নাগরিকদের হামলা করছে না।
 
সংস্থাটি বলছে, বরং মিয়ানমারের নাগরিক হিসেবে রোহিঙ্গাদের স্বীকৃতি আদায়ের লক্ষ্য অর্জনে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালানোর সহিংস উপায় বেছে নিয়েছে আল- আল-ইয়াকিন। এই পরিস্থিতিতে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনা বাহিনীর অভিযানের বিরুদ্ধে সতর্কবার্তা জানিয়েছে আইসিজে।
 
সংস্থাটির মতে, দুই দফা হামলার পর হরকাত আল-ইয়াকিন আরও হামলা চালাতে পারে। অন্যদিকে সন্ত্রাস দমনের নামে সেনা অভিযানের ফলে দেশিটির পুরো সংখ্যালঘু মুসলিম জাতি সশস্ত্র হয়ে ওঠার ঝুঁকিতে পড়ছে।
 
এ অবস্থায় পরিস্থিতি এমন দিকে মোড় নিতে পারে, যার সুযোগ নিয়ে আন্তঃদেশীয় জঙ্গিগুষ্ঠিরা মিয়ানমারে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতে পারে।

গত ৯ অক্টোবর রাখাইনে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন তিনটি চৌকিতে হামলা চালায় একদল সশস্ত্র ব্যক্তি। তারা মিয়ানমারের নয়জন সীমান্ত পুলিশকে হত্যা করে। এরপর থেকে রাখাইনের উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ গ্রহণ করে দেশটির নিরাপত্তা বাহিনী।

১৫ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে