নিউজ ডেস্ক : গত কয়েক বছরের মতো এ বছরও মহান বিজয় দিবসে বর্নাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। শুক্রবার দিনের শুরুতেই রাজধানীসহ সারা দেশের বিভিন্ন জেলায় র্যালি করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
শিবিরের প্রচার বিভাগ থেকে জানানো হয়, রাজধানীতে সংগঠনের মহানগর পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে পৃথকভাবে র্যালি করা হয়েছে। প্রতিটি র্যালিই শুক্রবার ভোর থেকে সাড়ে আটটার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় এসব র্যালি করে শিবির। র্যালিতে শিবিরের নেতাকর্মীরা মাইক ব্যবহার করে।
র্যালির ছবিতে দেখা গেছে, মহানগরী পূর্ব শাখার র্যালিতে শিবিরের মহানগরের দায়িত্বশীলেরা নেতৃত্ব দেন।
ঢাকার বাইরে সিলেট, পাবনা, রাজশাহীতে র্যালি করেছে ছাত্র শিবির। ওই সব স্থানেও দিনের শুরুতেই র্যালি আয়োজিত হয়।
এ বছর মার্চেও স্বাধীনতা দিবস উপলক্ষ্যে র্যালি করে সংগঠনটি। বিজয় দিবসের মিছিলে তারা সবুজ টিশার্টের মধ্যে বাংলাদেশের মানচিত্রের ছবি ব্যবহার করে।
১৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম