শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬, ০১:৩৪:১৩

বিজয় দিবসে নতুন খবর দিলেন মেনন

 বিজয় দিবসে নতুন খবর দিলেন মেনন

নিউজ ডেস্ক : মহাজোট সরকার যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তর প্রক্রিয়া শুরু করেছে বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। শুক্রবার সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তর প্রক্রিয়া খুব তাড়াতাড়ি শেষ হবে। বর্তমানে দেশে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের দিকে এগোচ্ছে। এর আগে মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধে লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর সাধারণ মানুষের ঢল নামে। ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান।
১৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে