শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১৬, ০৩:০১:৪১

প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে বিজয় দিবসের আনন্দ করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজারবাগ পুলিশ লাইন্স এর স্মৃতিসৌধে শুক্রবার প্রথম প্রহরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদ পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশের মানুষ নির্বিঘ্নে বিজয় দিবস উদযাপন করছে। যেকোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করতে প্রস্তুত আছে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে দেশের প্রতিটি জায়গায় এ দেশের শান্তিকামী মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঘর থেকে বের হয়ে বিজয় দিবস পালন করছেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
১৬ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে