শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ১২:৪২:৪১

‘মুক্তিযুদ্ধে পাক-বাহিনীর নৃশংসতা বিশ্ব হয়তো ভুলে গেছে’

‘মুক্তিযুদ্ধে পাক-বাহিনীর নৃশংসতা বিশ্ব হয়তো ভুলে গেছে’

নিউজ ডেস্ক : ১৯৭১-এ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর নৃশংসতাকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করেছেন ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ভি কে সিং। তিনি বলেন, বিশ্ব হয়তো ওই নৃশংসতাকে ভুলে গেছে।

ভারতের সাবেক এই সেনাপ্রধান আরো বলেন, পাকিস্তান আর্মির কর্মকাণ্ড ছিল মানবতাবিরোধী। আর সেটাই ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তাদের পতনের দিকে নিয়ে যায়। বার্তা সংস্থা পিটিআই এর বরাত দিয়ে এ খবর দিয়েছে ফার্স্টপোস্ট। গতকাল ভি কে সিং আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা অংশ নিয়েছে তাদের জন্য আবেগ আর স্মৃতিকাতরতা নিয়ে আসে ১৬ই ডিসেম্বর দিনটি।

গতকাল নেহরু মেমোরিয়াল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে ইন্ডিয়া ফাউন্ডেশন আয়োজিত ‘১৯৭১ ইন্ডিয়া-পাকিস্তান ওয়ার অ্যান্ড দ্য লিবারেশন অব বাংলাদেশ’- শীর্ষক সেমিনারে বক্তব্য রাখেন ভিকে সিং।

তিনি বলেন, ‘স্বাধীনতার আগে বাংলাদেশে যে ধরনের নৃশংসতা চালানো হয়েছে তা হয়তো বিশ্ব ভুলে গেছে। তবে ওই সময়ের বাংলাদেশিরা তা ভুলেছে বলে আমার মনে হয় না। কিন্তু ভবিষ্যৎ প্রজন্মগুলোর জন্য হয়তো ঘটনাগুলো পাশে সরিয়ে রেখে ভুলে যাওয়াটা সহজ।’

ভিকে সিং আরও বলেন, ‘পাকিস্তানি বাহিনীর চালানো নৃশংসতা নাৎসিরা তাদের সময়ে যা করেছিল তাকেও হার মানায়। বাংলাদেশে ওই সময় ‘রেস ইমপ্রুভমেন্ট ক্যাম্প’ ছিল। আমার মনে হয় না নাৎসি সময়কালের পর এমন কোন কিছুর কথা আমরা শুনেছি। কিন্তু এটা ছিল। ভিকে সিং প্রশ্ন রাখেন এমন নৃশংসতা আমরা কিভাবে ভুলে যেতে পারি?

বক্তব্যের শেষে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশ নেয়া যুদ্ধপ্রবীণদের প্রতি সম্মান জানান তিনি।  এমজমিন

১৬ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে