নিউজ ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমরা আর মহাজোটে নেই। আছি বিরোধী দলে। পৃথিবীর বহুদেশে বিরোধী দল থেকেও মন্ত্রী আছে। এটা দোষের কিছু নয়। জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিবে। সেজন্য প্রার্থী সংগ্রহের কাজ চলছে। জাতীয় পার্টি স্বাধীন ও নিপেরক্ষ নির্বাচন কমিশন চায় বলে জানিয়েছেন তিনি।
শনিবার দুপুরে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে কর্মী সভায় যোগদানের আগে তিনি এসব কথা জানান।
এসময় এরশাদ বলেন, আমরা নির্বাচন কমিশন গঠন নিয়ে ইতোপূর্বে প্রেস ব্রিফিং করেছি। আগামী ২০ তারিখে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে জাতীয় পার্টি তার বক্তব্য তুলে ধরবে।
নির্বাচন কমিশন গঠন নিয়ে দেশে কোনো আইন নেই উল্লেখ করে এরশাদ বলেন, নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন কবে হবে জানি না। যেহেতু আইন নেই তাই আমরা চাই নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে গঠন করা হোক।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এরশাদ বলেন, নির্বাচন এখনো অনেক দেরি। এবারের নির্বাচনে জাতীয় পার্টি কোনো জোটে যাবে না। এককভাবে নির্বাচনে অংশ নেবে। জাতীয় পার্টি মহাজোটে নেই তারা বিরোধী দলে আছে বলেও জানান তিনি।
আগামী ১ জানুয়ারী জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে এসময় দলীয় নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান এরশাদ।
এসময় দলের প্রেসিডিয়াম সদস্য ও এলজিইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, সংসদ সদস্য শাহানারা বেগম, মহাসচিব রুহল আমিন হাওলাদার, সাবেক রংপুর পৌর মেয়র আব্দুর রউফ মানিক, মহানগর জাপার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফাসহ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে রংপুর বিভাগের নেতা-কর্মীদের সঙ্গে কর্মী সভায় যোগ দেন তিনি।
এর আগে ঢাকা থেকে বিমান যোগে সৈয়দপুরে অবতরণ করে সড়ক পথে সার্কিট হাউসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
তিনি বলেন, নির্বাচন কমিশন গঠনের ক্ষেত্রে সাধারনত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করবেন। প্রধানমন্ত্রীর বাইরে এ নিয়ে কোনো কিছু করারও থাকবে না।
নিজের অবস্থান থেকে সরে এসে এরশাদ বলেন, আমরা মহাজোটে নেই। আছি বিরোধী দলে। পৃথিবীর বহুদেশে বিরোধী দল থেকেও মন্ত্রী আছে। এটা দোষের কিছু নয়।
সরকার মামলা দিয়ে আপনাকে কাবু করছে সাংবাদিকদের এমন প্রশ্নের কোনো জবাব না দিয়ে এরশাদ বলেন, আগামী ১ জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী। সে উপলক্ষে রংপুর থেকে সর্বোচ্চ পরিমাণ লোক যেতে হবে ঢাকায়। মূলতঃ এসব অনুষ্ঠানে রংপুর ও বরিশাল মহাসচিবের এলাকা থেকেই বেশি লোক আসে। এরমাধ্যমে বুঝিয়ে দিতে হবে, জাতীয় পার্টি আছে।
তিনি বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে এককভাবে অংশ নিবে। ৩০০ আসনে প্রার্থী দেয়া হবে। এজন্য প্রার্থী সংগ্রহ কার্যক্রম চলছে। জাতীয় পার্টি এই মুহুর্তে স্থানীয় নির্বাচন নিয়ে আর কিছু ভাবছে না। সব ভাবনাতেই এখন আছে জাতীয় নির্বাচন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এরশাদ আজ শনিবার সকালে রংপুর আসেন। সেখানে গার্ড অব অনার নেয়ার পর তিনি প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে রংপুর জেলা, মহানগর, উপজেলা নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন। এর আগে তিসি সার্কিট হাউজে আসলে তাকে শ্লোগান ও ফুল দিয়ে বরণ করেন নেতাকর্মীরা।
এসময় তার সাথে ছিলেন মহাসচিব এবিএম রুহুল আমীন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরইডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, মহানগর আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা আহবায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সহস্য সচিব এসএম ইয়াসির, কেন্দ্রীয় নির্বাহী সদস্য শাফিউল ইসলাম শাফি প্রমুখ।
১৭ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস