নিউজ ডেস্ক : বরেণ্য ভাষা সংগ্রামী ও পথিকৃৎ সাংবাদিক আবদুল গাফফার চৌধুরীর কলম কখনই ভয় পায়নি বলে মন্তব্য করেছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান।
শনিবার আবদুল গাফফার চৌধুরীকে আনুষ্ঠানিকভাবে আজীবন সম্মাননা জানায় সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এ মন্তব্য করেন।
আহমেদ আকবর সোবহান বলেন, আবদুল গাফফার চৌধুরীর কলম কোনোদিন কাউকে ভয় পায়নি, নির্ভয়ে তিনি স্বাধীনতার সপক্ষের শক্তির পক্ষে লিখে গেছেন। দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে সারা জীবন তিনি লিখে যেতে পারেন এটাই আমাদের প্রত্যাশা।
শনিবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ভবনে বাংলাদেশ প্রতিদিনের অফিসের কনফারেন্স রুমে ওই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী বলেন, দেশের সাংবাদিকতা আজ নতুন মাত্রা পেয়েছে। সাংবাদিকদের মধ্যে এসেছে নতুন প্রেরণা। অতীতের সাংবাদিকতা চর্চার সাথে আজকের সাংবাদিকতা চর্চায় এসেছে গুণগত পার্থক্য।
বসুন্ধরা গ্রুপের ছয়টি সংবাদমাধ্যম নিয়ে গঠিত মিডিয়া হাউজের প্রশংসা করে তিনি বলেন, এই গ্রুপের সবগুলো সংবাদমাধ্যম তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান দেশের সাংবাদিকতাকে দলতন্ত্র থেকে মুক্তি দিয়েছেন।
বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানকে উদ্দেশ্য করে গাফফার চৌধুরী বলেন, সাংবাদিকদের জন্য তিনি এক সাম্রাজ্য গড়ে দিয়েছেন। কিন্তু তার অধিপতি হয়ে বসেননি। এটা একটা অসাধারণ বিষয়।
সম্মাননা প্রদান অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম। এরপর আবদুল গাফফার চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন এবং ডেইলি সান এর ভারপ্রাপ্ত সম্পাদক আমির হোসেন।
প্রথিতযশা ব্যক্তিত্ব আবদুল গাফফার চৌধুরীর আগে ভাষাসংগ্রামী আবদুল মতিন, সাংবাদিক এ বি এম মূসা, নায়করাজ রাজ্জাক ও অধ্যাপক প্রাণ গোপাল দত্তকে বাংলাদেশ প্রতিদিন সম্মাননা জানিয়েছিল।
১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস