নিউজ ডেস্ক : আওয়ামী লীগ মাত্র ৯ মাসে দেশের সংবিধান দিয়েছে। যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ে তুলেছে- এসবই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার বিকেলে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মনের টানে জনগণের কাজ করে। কারণ জনগণের জন্যই তো এই দেশ। তিনি বলেন, আওয়ামী লীগ বাংলার মানুষকে মুক্তি দিয়েছে। আওয়ামী লীগ সমুদ্রসীমা জয় করেছে। আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিচ্ছে।
শেখ হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ বিভিন্ন প্রকল্প হাতে নিয়ে দেশকে এগিয়ে নিচ্ছে। মুক্তিযুদ্ধের আগে ধানমন্ডির ৩২ নম্বর থেকে বঙ্গবন্ধু যে নির্দেশনা দিতেন, প্রতিটি বাঙালি সেটি মেনে চলতেন। দেশ স্বাধীন হয়, বঙ্গবন্ধুর ডাকে।
১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস