রবিবার, ০৫ জানুয়ারী, ২০২৫, ১২:১২:২৮

ব্রেকিং নিউজ: সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থী নেতা শফিউল্লাহ

ব্রেকিং নিউজ: সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাদপন্থী নেতা শফিউল্লাহ

এমটিনিউজ২৪ ডেস্ক : টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের হতাহতের ঘটনায় করা মামলার ৯ নম্বর আসামি সাদপন্থী নেতা শফিউল্লাহকে (৪৬) গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শফিউল্লাহ শরিয়তপুর জেলার নড়িয়া থানার ডগরী তালুকদার বাড়ি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি রাজধানীর মুগদা বড় মসজিদের খতিব ও সাদপন্থীদের নেতা।

পুলিশ জানায়, শরীয়তপুর পালং থানার স্টেডিয়াম রোড এলাকা থেকে তাকে রাত সোয়া ৯টায় গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামানের নেতৃত্বে টঙ্গী পশ্চিম থানার একটি টিম তাকে গ্রেপ্তার করে টঙ্গী নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আসামি শফিল্লাহকে শরিয়তপুর থেকে গ্রেপ্তার করেছি। তাকে আমাদের টিম টঙ্গী নিয়ে এসেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে