শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ০৫:২৭:৪৯

এটা খালেদা জিয়ার মুখে শোভা পায় না : ইনু

এটা খালেদা জিয়ার মুখে শোভা পায় না : ইনু

নিউজ ডেস্ক : গণতন্ত্র নিয়ে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মায়া কান্নাকে মাছের মায়ের পুত্র শোক বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

আজ শনিবার কুষ্টিয়া সার্কিট হাউজে জাসদের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া গণতন্ত্র নিয়ে মায়া কান্না শুরু করেছে। এটা তার মুখে শোভা পায় না।

তিনি বলেন, খালেদা জিয়া আবার গণতন্ত্রে প্রবেশ করার চেষ্টা করছেন। কিন্তু যাদের গায়ে মানুষ পোড়ানোর গন্ধ, হাতে রক্তের দাগ, পিঠে দুর্নীতির ছাপ আছে তারা গণতন্ত্রে বসবাস করবে কিনা এটা জাতির কাছে প্রশ্ন। সুতরাং হত্যা, আগুন সন্ত্রাস ও দুর্নীতির সাথে জড়িতদের গণতন্ত্রে থাকার কোন অধিকার নেই।

সভায় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ জাসদের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি কুষ্টিয়া সরকারীকলেজ মাঠে আইসিটি‘র মেলা উদ্বোধন করেন।

১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে