শনিবার, ১৭ ডিসেম্বর, ২০১৬, ০৭:২০:৫৩

ইসলামাবাদে মহান বিজয় দিবস উদযাপিত

ইসলামাবাদে মহান বিজয় দিবস উদযাপিত

নিউজ ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে ৪৬তম মহান বিজয় দিবস পালন করেছে। শুক্রবার দিনব্যাপী হাইকমিশন প্রাঙ্গণে বিজয় দিবসের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। এ উপলক্ষে চান্সারি ভবন আলোকসজ্জিত ও বিজয় দিবসের পোস্টার দিয়ে সাজানো হয়।

সকালে চান্সারি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের অনুষ্ঠানমালার সূচনা করেন হাইকমিশনার তারিক আহসান। পতাকা উত্তোলনকালে মিশনের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দেশের স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

আলোচনা পর্বে বক্তারা মুক্তিযুদ্ধের পটভূমি, মুক্তিযোদ্ধাদের বীরত্বগাঁথাসহ সংশ্লিষ্টদের অবদানের কথা বর্ণনা করেন। সংক্ষিপ্ত বক্তৃতায় হাইকমিশনার তারিক আহসান দেশের স্বাধীনতা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি ত্রিশ লাখ শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও দুই লাখ সম্ভ্রম হারানো মা-বোনের প্রতিও বিনম্র শ্রদ্ধা জানান।

তিনি সরকার ঘোষিত রুপকল্প ২০৪১ অনুসরণ এবং মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের চলমান উন্নয়নের ধারাকে আরও বেগবান করে বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করতে প্রবাসী বাংলাদেশীসহ সকলকে নিষ্ঠার সাথে নিজ-নিজ দায়িত্ব পালনের আহবান জানান।

আলোচনা শেষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। পরে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
১৭ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে