রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬, ০২:২০:৩৬

মিয়ানমার হয়ে ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার হয়ে ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : রোহিঙ্গা সমস্যাসহ বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে আগামীকাল সোমাবার দুদিনের ঝটিকা সফরে ঢাকা আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এলপি মারসুদি। তিনি মিয়ানমার হয়ে ঢাকা আসবেন।

বাংলাদেশ সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী  এ এইচ এম মাহমুদ আলীর সঙ্গে ২০ ডিসেম্বর বৈঠক করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, তার সফরটি তাতপর্যপূর্ণ কারণ মিয়ানমারের স্টেট কাউন্সিলর এবং পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি আগামীকাল রোহিঙ্গা ইস্যুতে আলোচনার জন্য এক বৈঠক ডেকেছেন। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওই বৈঠকে অংশগ্রহণ শেষে বাংলাদেশে আসবেন।

কি বিষয়ে আলোচনা করতে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ঝটিকা সফরে বাংলাদেশে আসছেন- এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘একটি হতে পারে তারা মিয়ানমারের পক্ষ থেকে কোনও বার্তা নিয়ে আসছে। অথবা তারা এ অঞ্চলের পরিস্থিতি বোঝার জন্য আসছে।’

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান রোহিঙ্গা-সংকট নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছে মিয়ানমার। ১৯ ডিসেম্বর ইয়াঙ্গুনে এ বৈঠক হবে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানে গত দুই মাসে ২০ হাজারের বেশি রোহিঙ্গা প্রাণ বাঁচাতে ওই অঞ্চল থেকে পালাতে বাধ্য হয়েছে। যাদের অনেকেই বাংলাদেশে ঢুকেছে।

পালিয়ে আসা রোহিঙ্গারা অভিযোগ করেছে, সেনারা তাদের স্বজনদের হত্যা করার পাশাপাশি নারী ও শিশুদের (---) করছে, ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে প্রতিবেশী দেশগুলো কূটনৈতিক চাপে ফেলেছে মিয়ানমারকে। এরই পরিপ্রেক্ষিতে এ বৈঠক ডেকেছেন সু চি।
১৮ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে