রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১৬, ০৬:১৬:০২

‘রাষ্ট্রপতির সাথে বিএনপির আলোচনা ফলপ্রসূ হয়েছে’

‘রাষ্ট্রপতির সাথে বিএনপির আলোচনা ফলপ্রসূ হয়েছে’

নিউজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন ও সার্চ কমিটি গঠনের জন্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সাথে বিএনপির সংলাপ ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

রোববার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি। জমির উদ্দিন বলেন, রাষ্ট্রপতির কাছে বিএনপি বেশ কিছু সুপারিশ করেছে। তিনি আন্তরিকতার সঙ্গে তা শুনেছেন। সুপারিশ বাস্তবায়নে চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন রাষ্ট্রপতি।

সার্চ কমিটির গঠনে বিএনপি কোনো নাম প্রস্তাব করেছে কিনা জানতে চাইলে জমির উদ্দিন বলেন, তা বলার সময় এখনও আসেনি। রাষ্ট্রপতি বলেছেন, প্রয়োজনে তিনি আবার বিএনপি’কে ডাকবেন। তবে ইসি গঠন ছাড়া রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে অন্য কোনো বিষয় নিয়ে কথা হয়নি বলে জানান এই বিএনপি নেতা।

পরে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিস্তারিত বলবেন বলে জানান তিনি। রোববার বিকাল ৪টা ২০ মিনিটে বঙ্গভবনে পৌঁছায় খালেদা জিয়ার নেতৃ্ত্বাধীন বিএনপির প্রতিনিধি দল।

চেয়ারপারসনের সঙ্গে বঙ্গভবনে গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ প্রতিনিধি দলের অন্য সদস্যরা।  

১৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে