নিউজ ডেস্ক : এক বছর আগে মান্নান নামে এক যুবকের সঙ্গে তার মোবাইল ফোনে পরিচয় বিউটি আক্তারের (২৫)। পরিচয় থেকে মন নেয়া দেয়া শুরু। এরপর তাদের মধ্যে গড়ে উঠে গভীর প্রেমের সম্পর্ক। কয়েকদিন ধরে বিউটি মান্নানকে বিয়ের প্রস্তাব দেন। মান্নান এতে সাড়া দেননি।
গতকালও বিউটি তাকে বিয়ের প্রস্তাব দেয়। মান্নান প্রস্তাব প্রত্যাখ্যান করেন। অভিমানে বিউটি থানায় গিয়ে বিষ পান করেন। রোববার সন্ধ্যায় রাজধানীর কদমতলী থানায় এই ঘটনাটি ঘটেছে। পরে অচেতন অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ক্ষুব্ধ প্রেমিকা বিউটি এখন আশংঙ্কামুক্ত।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৫ টার সময় কদমতলী থানার মধ্যে উিউটি অফিসারের কক্ষে গিয়ে বিউটি চিৎকার দিয়ে বলেন যে, ‘এ জীবন আমি রাখবোনা’। এ কথা বলেই বিউটি তার হাতে থাকা বিষের একটি বোতল খুলে সেবন করেন।
এসআই আজহারুল ইসলাম তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। জানা যায়, কদমতলীর রায়েরবাগের রতন মিয়ার বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন বিউটি। ওই এলাকার মান্নান নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। বিউটি তাকে বিয়ের জন্য চাপ দিয়ে আসছিলেন।
ঢামেক হাসপাতালে কদমতলী থানার এসআই আজহারুল ইসলাম জানান, মান্নান তাকে বিয়ে করতে রাজি না হওয়ায় বিউটি থানায় এসে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা চালান। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তার খাদ্যনালী থেকে বিষ ওয়াশ করা হয়েছে। তিনি এখন আশংঙ্কামুক্ত। বিউটির বাবা সাহেব আলীকে খবর দেয়া হয়েছে। মান্নানকে আটকের চেষ্টা চলছে।
১৮ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস