নিউজ ডেস্ক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভাকে ব্যাপকভাবে সফল করতে রাজধানীর বিপণী বিতান ও পাড়া-মহল্লায় প্রচার কার্যকম পরিচালনা করবে আওয়ামী লীগ। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে এক যৌথসভা শেষে এ কথা বলেন।
বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবসের সকল কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ১০ জানুয়ারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের জনসভাকে কালজয়ী জনসভায় রূপদানের লক্ষ্যে আমরা রাজধানীর বিভিন্ন বিপনী বিতান ও পাড়া-মহল্লায় জনসংযোগ করব।’
তিনি বলেন, ‘এ জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন। আর এ দিক নির্দেশনাকে ভিত্তি করেই আমাদের দলীয় কর্মকান্ড পরিচালিত হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিজয় র্যালী করেছে। এ বিজয় র্যালী আমাদের ইতিহাসে স্মরণাতীতকালের সবচেয়ে বড় বিজয় র্যালী ।
তিনি বলেন, স্মরণীয় এই বিজয় র্যালীর ধারাবাহিকতায় আগামী ১০ জানুয়ারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আরো একটি স্মরণীয় জনসভার আয়োজন করা হবে। যে জনসভা কালজয়ী জনসভা হিসেবে স্থান করে নেবে।
ওবায়দুল কাদের বলেন, আগামী ১০ জানুয়ারী দুপুর আড়াইটায় রাজধানীর ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে এ জনসভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ওবায়দুল কাদের আরো বলেন, ১০ জানুয়ারীর আওয়ামী লীগের জনসভাকে সফল করার লক্ষ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, রাজধানীর সকল সংসদীয় আসনের সংসদ সদস্য এবং ঢাকার আশেপাশের জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ও সংসদ সদস্যদের সাথে যৌথসভার আয়োজন করা হবে।
এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও ডা. দীপুমণি, সাংঠনিক সম্পাদক আহম্মেদ হোসেন ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছার, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ও যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস