নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, অসংখ্য নারী নির্যাতন, বাড়িঘর পুড়িয়ে দেয়া, এমনকি পুরো গ্রাম জ্বালিয়ে দেয়ার জন্য দায়ী মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। তারা রোহিঙ্গাদের টার্গেট করেছে । এ বিষয়গুলোকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য করা যেতে পারে। মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর সেদেশের নিরাপত্তা রক্ষাকারী, বিশেষ করে সেনাবাহিনীর নৃশংসতার এমনই বর্ণনা দিয়েছে লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
বাংলাদেশ ও মিয়ানমারে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে বিশদ সাক্ষাৎকার, স্যাটেলাইটের বিভিন্ন ইমেজ ও ছবি, ভিডিও বিশ্লেষণ করে এ বিষয়ে গতকাল অ্যামনেস্টি একটি নতুন রিপোর্ট প্রকাশ করেছে। তাতেই এসব কথা বলা হয়েছে। এ রিপোর্টে কীভাবে সেনাবাহিনীর খেয়ালখুশি মতো গ্রেপ্তার করেছে রোহিঙ্গাদের তা প্রামাণ্য হিসেবে তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, নিরাপত্তা রক্ষাকারীরা গত দুই মাসের ওপরে কীভাবে রাখাইন রাজ্যে বৈষম্যমূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
এ বিষয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত অঞ্চলের পরিচালক রাফেন্দি দিজামিন বলেছেন, রোহিঙ্গা বেসামরিক মানুষজনকে সহিংস অভিযানে নির্মম ও সিস্টেমেটিকভাবে টার্গেট করেছে মিয়ানমারের সেনাবাহিনী। তারা নারী, পুরুষ, শিশু এমনকি পুরো পরিবার ও অনেক গ্রামে হামলা চালিয়ে সেখানে নিয়ম লঙ্ঘন করেছে। এর মধ্য দিয়ে তারা সেখানে সর্বোচ্চ শাস্তি দিয়েছে রোহিঙ্গাদের। সেনাবাহিনীর এই বর্বর অভিযানকে বেসামরিক লোকজনের বিরুদ্ধে মারাত্মক ও সিস্টেমেটিক হামলা হিসেবে অভিহিত করা যায়। একই সঙ্গে এটাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে আখ্যায়িত করা যেতে পারে।
তিনি আরো বলেন, সেনাবাহিনী যেভাবে আইন লঙ্ঘন করেছে তার যেটুকু আমরা জানতে পেরেছি তা মাত্র বরফের চাঁইয়ের সুচালো প্রান্ত মাত্র। এ নিয়ে আমরা উদ্বিগ্ন। রাফেন্দি দিজামিন বলেন, যখন আইন লঙ্ঘনের জন্য সরাসরি সেনাবাহিনী দায়ী তখন রাখাইন রাজ্যের চলমান এ ঘটনা বন্ধে বা এর নিন্দা জানাতে রাজনৈতিক ও আদর্শগতভাবে ব্যর্থ হয়েছেন অং সান সুচি।
অ্যামনেস্টি রাখাইনে হামলা ও হত্যাকাণ্ড সম্পর্কে বলেছে, গত ৯ই অক্টোবর সীমান্ত রক্ষাকারীদের প্রহরা চৌকিতে হামলা হয়। এর পর থেকে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী ব্যাপক আকারে অভিযান শুরু করে। নিরাপত্তা চৌকিতে হামলার জন্য মিয়ানমার দায়ী করে রোহিঙ্গা সংখ্যালঘুদের। কিন্তু সেনাবাহিনীর পাল্টা পদক্ষেপ কতটা ভয়াবহ সে সম্পর্কে উঠে এসেছে অ্যামনেস্টির গবেষণায়। ওই হামলার জবাবে পাল্টা যতটুকু ব্যবস্থা নিতে পারে নিরাপত্তা বাহিনী তাকেও অতিক্রম করে যাওয়া হয়েছে।
অনেক প্রত্যক্ষদর্শী বর্ণনা করেছেন কীভাবে সেনাবাহিনী তাদের গ্রামে প্রবেশ করেছে, ঘরে আগুন দিয়েছে, নারী-পুরুষ-শিশুদের হত্যা করেছে। কমপক্ষে একটি ঘটনায় সেনা সদস্যরা এসব মানুষকে তাদের বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে এনেছে। তারপর তাদেরকে গুলি করে হত্যা করেছে। তবে প্রকৃতপক্ষে কত মানুষকে হত্যা করা হয়েছে তার প্রকৃত সংখ্যা জানাতে পারে নি অ্যামনেস্টি। সন্দেহজনক জঙ্গিদের সঙ্গে সংঘর্ষের পর গত ১২ই নভেম্বর রাখাইনে কয়েকটি গ্রামের ওপর দুটি হেলিকপ্টার গানশিপ মোতায়েন করে সেনাবাহিনী। আতঙ্কে এ সময় যেসব গ্রামবাসী পালাতে চেষ্টা করেছেন তাদেরকেই গুলি করে হত্যা করা হয়েছে ওই হেলিকপ্টার থেকে। তবে এমন নিহতের সংখ্যাও জানা যায় নি। এর পরের দিন সেনারা কয়েক শত বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
৩০ বছর বয়সী এক রোহিঙ্গা বলেছেন, যখনই হেলিকপ্টারের শব্দ শুনতে পাই আমরা আতঙ্কিত হয়ে ওঠি। একটানা গুলি করে যাচ্ছিল সেনারা। হেলিকপ্টার থেকে তারা কাউকে দেখলেই গুলি করে। দীর্ঘ সময় নিয়ে তারা এভাবে গুলি করতে থাকে। রাতের বেলা আমরা ঘুমাতে পারি না। এরও পরের দিন পদাতিক সেনারা আসে। তারা আবার গুলি করা শুরু করে। মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে গণ পাশবিক নির্যাতন ও অন্যান্য সহিংসতারও অভিযোগ করা হয়েছে।
অ্যামনেস্টি বলেছে, নিরাপত্তা অভিযানের নাম করে মিয়ানমারের সেনারা নারী ও যুবতী মেয়েদের পাশবিক নির্যাতন করেছে। পাশবিক নির্যাতন করেছে। যখন ভয়ে গ্রামের পুরুষরা পালিয়ে ছিলেন তখনই তারা এই ন্যক্কারজনক কাজ করেছে। এ বিষয়ে বেশ কিছু রোহিঙ্গা নারীর সাক্ষাৎকার নিয়েছে অ্যামনেস্টি। সাক্ষাৎকারে ওইসব নারী বলেছেন, সেনারা তাদেরকে পাশবিক নির্যাতন করেছে। এ ছাড়া যারা পাশবিক নির্যাতন প্রত্যক্ষ করেছে তারাও তাদেরকে পাশবিক নির্যাতন করেছে।
বাংলাদেশের সহায়তাকর্মীরা নিশ্চিত করেছেন, পাশবিক নির্যাতনের শিকার অনেক নারী বাংলাদেশে এসেছেন। তাদেরকে ক্ষতের চিকিৎসা দেয়া হচ্ছে। ৩২ বছর বয়সী ফাতিমা পালিয়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। তিনি বলেছেন, সেনাবাহিনী তার গ্রামে প্রবেশ করে। তাকে টেনেহিঁচড়ে নিয়ে যায় পাশের ধানক্ষেতে। সেখানে তাকে পাশবিক নির্যাতন করে সেনারা। একে একে তিন সেনা কর্মকর্তা তাকে পাশবিক নির্যাতন করে। এরপর কি ঘটেছিল তিনি তা জানেন না। কারণ, তিনি চেতনা হারিয়ে ফেলেছিলেন।
ফাতিমা বলেন, পরের দিন সকালে আমার চেতনা ফেরে। তখন আমি উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছি। তাই ধানক্ষেতের ভিতর দিয়েই হামাগুড়ি দিয়েছি। খেয়ালখুশি মতো গ্রেপ্তারের বিষয়েও কথা বলেছে অ্যামনেস্টি। এতে বলা হয়, সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনী শত শত রোহিঙ্গা পুরুষকে গ্রেপ্তার করেছে। এমনকি তাদের টার্গেটে পড়েছেন গ্রামের বয়স্ক মানুষ, ব্যবসায়ী, কমিউনিটি নেতারাও। অ্যামনেস্টি তার রিপোর্টে কমপক্ষে এমন ২৩টি ঘটনা প্রামাণ্য হিসেবে তুলে ধরেছে। এসব রোহিঙ্গাকে তাদের পরিবারের কাছ থেকে জোর করে তুলে নিয়েছে পুলিশ। তারপর তারা কোথায় কি অবস্থায় আছেন তা আর জানা যায় নি। ওইসব রোহিঙ্গার বিরুদ্ধে কোনো অভিযোগও গঠন করা হয় নি।
মিয়ানমারের রাষ্ট্রীয় মিডিয়া বলেছে, সেনাবাহিনীর অভিযান শুরুর পর থেকে নিরাপত্তা হেফাজতে কমপক্ষে ৬ জন মারা গেছেন। এর ফলে আটক অবস্থায় এসব মানুষের ওপর নির্যাতন চালানো হচ্ছে বলে উদ্বেগ দেখা দিয়েছে। আটক অবস্থায় রোহিঙ্গাদের ওপর নিরাপত্তা রক্ষাকারীরা মাঝেমধ্যেই প্রহার করে। এক নারীর দুই ছেলেকেই তুলে নিয়ে গেছে তারা। ওই নারী বলেছেন, আমার দুটি ছেলেকেই শক্ত করে বেঁধে ফেলা হয়। সেনারা তাদের দু’হাত পিছন দিকে নিয়ে শক্ত করে বেঁধে ফেলে। তারপর তাদেরকে বেদম প্রহার করে। তাদের বুকে লাথি মারে সেনারা। এটা আমাকে নিজের চোখে দেখতে হয়েছে। তা দেখে আমি আর্ত চিৎকার করেছি।
স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করে ও রোহিঙ্গাদের সাক্ষাৎকার থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নিশ্চিত হয়েছে যে, সেনাবাহিনী রোহিঙ্গাদের কমপক্ষে ১২০০ বাড়ি বা দালানে আগুন ধরিয়ে দিয়েছে। কোনো কোনো ক্ষেত্রে তারা পুরো গ্রাম পুড়িয়ে দিয়েছে। সেনাবাহিনী কীভাবে অস্ত্র ব্যবহার করেছে তারও বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
তারা বলেছেন, বাড়িঘর ধ্বংস করে দিতে সেনারা রকেট চালিত গ্রেন্ডে লঞ্চার ব্যবহার করেছে। রাখাইনের উত্তরাঞ্চলে ত্রাণ সহায়তা পৌঁছানোর ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা দিয়েছে মিয়ানমার কর্তৃপক্ষ। এতে সেখানে মানবিক সংকট সৃষ্টি হয়েছে। ফলে কয়েক লাখ মানুষের জীবন এখন ঝুঁকিতে। এমনকি ৯ই অক্টোবরের আগেও সেখানে অপুষ্টির মাত্রা ছিল উচ্চ। সেখানকার দেড় লাখ মানুষ বেঁচে থাকেন ত্রাণ সহায়তার ওপর। স্বাস্থ্য সেবা বন্ধ করে দেয়ায় বিশেষ করে যারা রোগগ্রস্ত তাদের অবস্থা এখন করুণ। অন্তঃসত্ত্বা, সদ্য সন্তান প্রসব করা মায়ের কোনো চিকিৎসা নেই। এ সময়ে সেখান থেকে কমপক্ষে ৩০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়েছে।
তবে সেনাবাহিনী কোনো মানবাধিকার লঙ্ঘন করে নি বলে সাফ দাবি মিয়ানমার কর্তৃপক্ষের। পক্ষান্তরে মানবাধিকার লঙ্ঘনের ভূরি ভূরি প্রমাণ রয়েছে। কিন্তু এমন সব নৃশংসতার বিরুদ্ধে কথা বলতে ব্যর্থ হয়েছেন গণতন্ত্রের নেত্রী, শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অং সান সুচি। তিনি এর নিন্দা জানাতে পারেন বা সক্ষমতা আছে বলেও মনে হয় না। অ্যামনেস্টির রাফেন্দি দিজামিন বলেছেন, সেনাবাহিনী রাখাইন রাজ্যে আইন লঙ্ঘন করছে এ বিষয়টি ইচ্ছাকৃতভাবে অস্বীকার করছে মিয়ানমার কর্তৃপক্ষ। কিন্তু আইন লঙ্ঘনের এ বিষয়ের পক্ষ নেয়ার এই অবস্থা অবিলম্বে শেষ হতে হবে। অবশ্যই নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দোষীদের বিচারের আওতায় আনতে হবে।
ওদিকে গত দু’মাস ধরে সীমান্ত পেরিয়ে কয়েক হাজার রোহিঙ্গা ছুটে এসেছেন বাংলাদেশে। জাতিসংঘের হিসাবে এ সংখ্যা কমপক্ষে ২৭ হাজার। তবে রোহিঙ্গা অনুপ্রবেশের জবাবে বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি আরোপ করেছে। অনেক রোহিঙ্গাকে আটক করা হয়েছে না হয় তাদেরকে ফেরত পাঠানো হয়েছে। অ্যামনেস্টি বলেছে, এটাও আন্তর্জাতিক আইনে বৈধ নয়। আটক অথবা ফেরত পাঠানোর ভয়ে পলায়নরত রোহিঙ্গারা বাধ্য হয়ে বিভিন্ন ক্যাম্প, গ্রাম এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জঙ্গলে আত্মগোপন করছে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক পরিচালক চম্পা প্যাটেল বলেছেন, বাংলাদেশ সরকারকে অবশ্যই আশ্রয়প্রার্থীদের জন্য সীমান্ত খুলে দিতে হবে। পলায়নরত রোহিঙ্গাদেরকে অপরাধী হিসেবে বিবেচনা করা বন্ধ করতে হবে। মিয়ানমারের ভয়াবহ নির্যাতন থেকে যে হাজার হাজার মানুষ পালিয়ে এসেছে তাদের কাছে ত্রাণ বিতরণকারী গ্রুপগুলোকে যাওয়ার সুযোগ দেয়া উচিত। এমজমিন
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি