মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১৬, ০১:১৯:১৭

আজ যেসব প্রস্তাবনা রাষ্ট্রপতিকে দেবেন এরশাদ

আজ যেসব প্রস্তাবনা রাষ্ট্রপতিকে দেবেন এরশাদ

শফিকুল ইসলাম সোহাগ : নির্বাচন কমিশন (ইসি) নিয়োগে সার্চ কমিটি গঠনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপে স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও তাদের নিজস্ব বাজেট প্রণয়নের ক্ষমতাসহ নানা বিষয় তুলে ধরবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ বিকাল ৪টায় বঙ্গভবনে অনুষ্ঠেয় এ বৈঠকে দলের নেতৃত্ব দেবেন সাবেক এই রাষ্ট্রপতি।

সূত্র জানায়,  নির্বাচন কমিশন গঠনের যেসব প্রস্তাবের প্রতি গুরুত্ব দেওয়া হবে, তা হলো সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন নিয়োগ-সংক্রান্ত একটি আইনি কাঠামো প্রণয়ন; নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন রাখা; নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় গঠন। এ ছাড়া প্রস্তাবে নির্বাচন কমিশনারদের বিষয়ে নিরপেক্ষতা, ব্যক্তিগত একাগ্রতা ও সততা, ন্যূনতম ও সর্বোচ্চ বয়স, পেশাগত যোগ্যতা, নির্বাচন-সংক্রান্ত বিষয়জ্ঞান, শারীরিক ও মানসিক সুস্থতা, রাজনৈতিকভাবে সক্রিয়তা না থাকা, অন্য অফিসে নিয়োগে বিধিনিষেধ ও চারিত্রিক স্বচ্ছতার বিষয়ে গুরুত্বারোপ করা হবে।

এ ছাড়া ইসি যাতে স্বাধীন থাকে সে জন্য ইসি সচিব ও কর্মকর্তাদের নিয়োগের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে দেওয়া, ইউনিয়ন-উপজেলা ও সংসদ নির্বাচনসহ সব নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের নিয়োগের একক ক্ষমতা তাদের হাতে দেওয়া, সমন্বয়ের মধ্য দিয়ে ইসিকে প্রশাসনিক ক্ষমতা দেওয়ার বিষয় তুলে ধরা হবে। সার্চ কমিটি নিয়ে দলের অবস্থান তুলে ধরার পাশাপাশি প্রস্তাবগুলো রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন এইচ এম এরশাদ। নির্বাচন কমিশনের একটি তালিকাও দেওয়া হবে দলটির পক্ষ থেকে।

জানতে চাইলে পার্টির কো-চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘ইসি গঠনে রাষ্ট্রপতির আহ্বানে সাড়া দিয়ে আমরা আজ সংলাপে যাচ্ছি। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের নেতৃত্বে আমরা সংলাপে যোগ দেব। ’ তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আস্থাশীল নির্বাচন কমিশন গঠনের প্রস্তাবনা তুলে ধরব। পাশাপাশি নির্বাচন কমিশনের একটি তালিকাও রাষ্ট্রপতির কাছে দলের পক্ষ থেকে দেওয়া হবে। ’

বৈঠকে অংশ নেওয়ার জন্য দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, বিরোধী দলের নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, জিয়াউদ্দিন বাবলু এমপি, কাজী ফিরোজ রশিদসহ আটজন এমপি এবং দলের নয়জন সিনিয়র নেতাসহ মোট ১৭ জনের একটি তালিকা বঙ্গভবনে পাঠানো হয়েছে। নেতারা বেলা ৩টায় কাকরাইলে দলীয় কার্যালয়ে যাবেন। তারপর সেখান থেকে ৪টার সময় বঙ্গভবনে পৌঁছবেন।

দলের প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ বলেন, ‘জাতীয় পার্টি সব সময়ই গণতন্ত্রের স্বার্থে একটি শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন আশা করে। আমাদের দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ৯ বছর দেশ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। আমরা যে প্রস্তাব রাষ্ট্রপতির কাছে পেশ করব, আমরা বিশ্বাস করি এ প্রস্তাবগুলো গণতন্ত্রের ভিত শক্তিশালী করতে সহায়ক ভূমিকা রাখবে। ’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন শক্তিশালী হলে নির্বাচন সুষ্ঠু হবে, আর নির্বাচন সুষ্ঠু হলে গণতন্ত্রে অধিকার প্রতিষ্ঠিত হবে। তাই স্বাধীন ও শক্তিশালী নির্বাচন কমিশন গঠনই আমাদের মূল চাহিদা।’ বিডি প্রতিদিন

২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে