নিউজ ডেস্ক : জটিল বিষয়গুলো অনুধাবন করে তা সাবলীলভাবে লেখার ক্ষেত্রে শাকিলের ক্ষমতা ছিল অসাধারণ। আমি নিঃসন্দেহে বলতে পারি, জটিল বিষয়গুলো অনুধাবনের মাধ্যমে তা আত্মস্ত করে সাবলীলভাবে তা লেখার ক্ষেত্রে তার ছিল অসাধারণ ক্ষমতা বলে মন্তব্য করেছে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদ্য প্রয়াত বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিলের ৪৮তম জম্মদিন উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন। মাহবুবুল হক শাকিলের কর্মজীবনের সহকর্মী, বন্ধু-বান্ধবরা ‘সুহৃদজন’ নামে একটি সংগঠনের নামে এ স্মরণ সভার আয়োজন করে।
আবুল মাল আব্দুল মুহিত বলেন, শাকিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে অত্যন্ত ঘনিস্টভাবে কাজ করতেন। সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ ও অপছন্দ সম্পর্কে ভালোভাবে বুঝতেন। শাকিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পছন্দ এবং অপছন্দের বিষয়ে সব সময় অত্যন্ত সতর্ক থাকতেন। তিনি তার কাজের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মুগ্ধ করে রাখতেন।
মাহবুবুল হক শাকিলের মেধা বিদ্যুতের ঝলকের মত ছিল উল্লেখ করে কবি শিহাব সরকার বলেন, প্রতিভার যে চাপ রয়েছে তা নিয়ন্ত্রণ করা কঠিন। অনেক বড় বড় কবিরাও তা নিয়ন্ত্রণ করতে পারেননি। মাইকেল মধুসূদন দত্তের মত কবি মাহবুবুল হক শাকিলও প্রতিভার চাপ সহ্য করতে পারেননি। আর সেজন্যই অকাল মৃত্যুকে বরণ করে নিতে হয়েছে। শাকিলের মত এ ধরণের মৃত্যুকে প্রকৃতির পরিহাসও বলা যেতে পারে।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান, কবি অসীম সরকার, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন সংবাদ প্রতিদিনের উপ সম্পাদক কামাল পাশা চৌধুরী।
২০ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস