সোমবার, ০৬ জানুয়ারী, ২০২৫, ০৯:৫৭:১৯

আল্লাহ যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আরোগ্য দান করেন: মাহি বি চৌধুরী

আল্লাহ যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে আরোগ্য দান করেন: মাহি বি চৌধুরী

এমটিনিউজ২৪ ডেস্ক : উন্নত চিকিৎসার জন্য আগামীকাল (৭ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন রাত ১০টায় লন্ডনের উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।

লন্ডন যাওয়ার প্রাক্কালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আরোগ্য কামনা করেছেন বিকল্পধারা বাংলাদেশের মুখপাত্র ও সাবেক এমপি মাহি বদরুদ্দোজা চৌধুরী (মাহি বি চৌধুরী)।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে মাহি বি চৌধুরী বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য অচিরেই লন্ডন যাচ্ছেন। অতীতের সকল রাজনৈতিক পার্থক্য ও ভুল বোঝাবুঝি সত্ত্বেও, এই পুনর্মিলনের আনন্দে আমার হৃদয় এক অনির্বচনীয় শান্তি ও তৃপ্তিতে ভরে উঠেছে। কিছু সময়ের মধ্যেই একটি মায়ের সঙ্গে তার সন্তানের পুনর্মিলন, একজন দয়ালু দাদির সঙ্গে তার আদরের নাতনি ও পুত্রবধূর পুনর্মিলন ঘটতে যাচ্ছে। আমি কল্পনা করে আনন্দিত হই, তাদের প্রথম পারিবারিক নৈশভোজ, যেখানে হাসি-আনন্দ, গল্প আর স্মৃতিচারণায় মুখরিত হবে তাদের পরিবেশ।

তিনি আরও বলেন, গত বছরের ৫ অক্টোবর, আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছেন। তার কষ্ট আর অসুস্থতার মুহূর্তগুলোতে আমরা দেখেছি, আমার আর বোনদের উপস্থিতি তার মুখে হাসি এনে দিয়েছে। আমার মা এবং তার নাতি-নাতনিদের সান্নিধ্যে তিনি বার্ধক্য জয় করে প্রতিটি মুহূর্ত উপভোগ করতেন—কখনো তার প্রিয় গান গেয়ে, কখনো প্রিয় কবিতা আবৃত্তি করে। তার জীবনের বড় বড় অর্জনের চেয়ে এসব সাধারণ মুহূর্তগুলোই তাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে তুলত।

মাহি বি চৌধুরী লিখেছেন, এমতাবস্থায় বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিন তার পরিবারের কাছ থেকে বিচ্ছিন্ন রাখার বিষয়টি হৃদয়বিদারক। পূর্ববর্তী স্বৈরাচারী শাসনের প্রতিহিংসার কারণে তার এই বিচ্ছিন্নতা দুঃখজনক।

তিনি আরও লিখেছেন, রাজনীতি হয়তো আমাদের দূরে সরিয়ে রাখতে পারে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সাবেক প্রধানমন্ত্রীকে সম্পূর্ণ আরোগ্য দান করেন এবং তাকে তার প্রিয়জনদের সঙ্গে হাসি-আনন্দে ভরা প্রতিটি মুহূর্ত উপভোগ করার সুযোগ দেন। রব্বির হুমহুমা কামা রাব্বায়ানি সাগিরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে