বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ১০:৫০:৩৪

শাহী মসজিদের খতিব প্রখ্যাত ক্বারি মাওলানা উবায়দুল্লাহ আর নেই

শাহী মসজিদের খতিব প্রখ্যাত ক্বারি মাওলানা উবায়দুল্লাহ আর নেই

নিউজ ডেস্ক : প্রখ্যাত ক্বারি মাওলানা উবায়দুল্লাহ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় তিনি ধানমণ্ডিতে মেয়ের বাসায় ইন্তেকাল করেন।

উবায়দুল্লাহ রাজধানীর ঐতিহাসিক চকবাজার শাহী জামে মসজিদের খতিব ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। চকবাজার শাহী মসজিদের ইমাম মুফতি রহমতুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান। চকবাজার শাহী মসজিদের ইমাম মুফতি রহমতুল্লাহ বলেন, ক্বারি উবায়দুল্লাহ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

বুধবার জোহরের নামাজের পর জাতীয় ঈদগাহে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

ক্বারি উবায়দুল্লাহ চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামে ১৯৪৪ সালে জন্ম গ্রহণ করেন। তিনি ২ ছেলে, ৬ মেয়ে, স্ত্রী রেখে গেছেন। জাতীয় সংসদদে দীর্ঘ দিন অধিবেশনের উদ্বোধনী দিনে তার কোরআন তেলাওয়াত করেছেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী উবায়দুল্লাহ বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে নিয়মিত কোরআন তেলাওয়াত করেছেন। তার কণ্টে রেকর্ড করা আজান বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে।
২১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে