নিউজ ডেস্ক : নির্বাচন কমিশন গঠন সম্পর্কে রাষ্ট্রপতিকে দলের প্রস্তাব দিতে বিকাল চারটায় বঙ্গবভনে যাচ্ছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম।
বিকাল সাড়ে চারটায় অনুষ্ঠিতব্য এ বৈঠকে দলের নেতাদের মধ্যে হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক. নাসিরিন সিদ্কিী ,প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীসহ ১২ সদস্যের নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবীর ।
পার্টির যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী জানান, প্রেসিডেন্টকে বর্তমান কমিশন সর্ম্পকে ত্রুটি বিচ্যুতি ও কিভাবে ভোট কারচুরি মাধ্যমে নির্বাচন হয়েছে তা তুলে ধরা হবে বলে ঐ বৈঠকে। এছাড়া নির্বাচন কমিশনে একজন নারী সদস্য রাখার ব্যাপারেও প্রস্তাব রাখবেন বঙ্গবীর ।
তবে নির্বাচন কমিশন গঠন সম্পর্কে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে আজ সন্ধ্যা ৬টায় কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে (৮০ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০) এক সংবাদ সম্মেলন আহবান করা হয়েছে। এই সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের সামনে তুলে ধরবেন।
২১ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম