নিউজ ডেস্ক : গুলশান হামলার অন্যতম মাস্টারমাইন্ড ও নিউ জেএমবির পলাতক শীর্ষ জঙ্গি নুরুল ইসলাম মারজান কন্যাসন্তানের বাবা হয়েছেন। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে এ সন্তান প্রসব করেন তার স্ত্রী আফরিন আক্তার প্রিয়তী ওরফে ফাতেমা ফেরদৌস।
এর আগে প্রিয়তিকে মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতাল সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে তার অন্তঃসত্ত্বা স্ত্রী কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ রয়েছেন।
গত ১০ সেপ্টেম্বর আজিমপুরের ২০৯/৫ নম্বর পিলখানা রোডের একটি ছয় তলা ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালায় ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট। পরে ওই বাসা থেকে তানভীর কাদরী ওরফে জামসেদ হোসেন ওরফে শমসের উদ্দিন ওরফে আব্দুল করিম (৪০) নামে এক জঙ্গির মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় আহত অবস্থায় আটক করা হয় প্রিয়তীসহ তিন নারী জঙ্গি ও নিহত করিমের ১৪ বছর বয়সী এক ছেলেকে।
২১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস