বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ১০:০০:৫৫

পাকিস্তান একটি পাজি রাষ্ট্র : অর্থমন্ত্রী

পাকিস্তান একটি পাজি রাষ্ট্র : অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক : পাজি রাষ্ট্র আখ্যা দিয়ে পাকিস্তানকে ব্যর্থ রাষ্ট্রের তালিকায় এক নম্বরে রাখা উচিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘পাকিস্তান একটি পাজি রাষ্ট্র। আমাদের সঙ্গে তাদের কোনও স্বার্থই নেই, নেই-ই। তারপরও তারা নাক গলায়।’

বুধবার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) এক বছরের লভ্যাংশের ১০ কোটি টাকার চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ দ্রুত উন্নত হওয়ার সুযোগ ছিল। কারণ পাকিস্তানকে গুডবাই বলার পর আমাদের লোন খুব সামান্য ছিল। তারপরও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ অনেক সূচকে এগিয়ে রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা যাদের সঙ্গে ঝগড়া-ঝাটি করে দেশ ছাড়লাম, তারা অনেক উন্নত অবস্থায় ছিল ওই সময়। এখন সে রকম উন্নত অবস্থায় নেই। আমরা বিভিন্ন সূচকে অনেক এগিয়ে আছি। তুলনাই হয় না ওদের সঙ্গে। দেশ বিধ্বস্ত ছিল, সেই হিসেবে অনেক এগিয়েছে। এটা একান্তই কৃতিত্বের বিষয়। আমরা ওই চ্যাপ্টারকে গুডবাই করেছি। পাকিস্তান এমন একটি পাজি দেশ যে, তাদের সঙ্গে আমাদের কোনও স্বার্থই নেই। অথচ সব বিষয়ে তারা নাক গলায়। এটা অত্যন্ত দুঃখের বিষয়।’

ব্যাংক ব্যবস্থাপনা নিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এক সময় রাজনৈতিক নেতারা লোন নিয়ে রাতরাতি শিল্পতি হয়েছেন। সেই দায় আমরা এখন বয়ে বেড়াচ্ছি। তবে তরুণদের মধ্যে সে প্রবণতা নেই। এখন অবস্থান অনেক পরিবর্তন ঘটেছে।’

২১ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে