বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ১০:৪১:১২

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: বিমানের সেই ৭ কর্মকর্তা গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: বিমানের সেই ৭ কর্মকর্তা গ্রেপ্তার

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় দায়ের করা মামলায় সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটি)।

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ইঞ্জিনে অয়েল (লুব্রিকেন্ট) সিস্টেমে নাট-বোল্ট খোলা থাকার ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে বিমানবন্দর থানায় ৯ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

মামলাটি দায়ের করেন বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এমএম আসাদুজ্জামান।
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে