বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ১১:১৭:৩৭

যান্ত্রিক ত্রুটি, এবার শাহজালালে বিমানের জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটি, এবার শাহজালালে বিমানের জরুরি অবতরণ

চৌধুরী আকবর হোসেন : যান্ত্রিক ত্রুটির কবলে পরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটি যাত্রী নিয়ে মাস্কটে যাওয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছিল। যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় বিমানটি মাস্কটে না গিয়ে শাহজালালে ফিরে এসে জরুরি অবতরণ করে।

বৃহস্পতিবার সকাল পৌনে ১০টায় ওই বিমানটি জরুরি অবতরণ করে বলে নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক কাজী ইকবাল করিম।

এর আগে গত ১২ ডিসেম্বর  যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ মিয়ানমারের উদ্দেশে যাত্রা করেও ঢাকা ফিরে আসে। পরবর্তীতে ত্রুটি মেরামত শেষে ফের মিয়ানমারের উদ্দেশে যাত্রা করে বিমানটি।

এছাড়া, গত ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণ করে। উড়োজাহাজটি হাঙ্গেরির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিল। -বাংলা ট্রিবিউন।
২২ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে