নিউজ ডেস্ক : নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকাল পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
রিজভী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গতকাল বুধবার রাত পর্যন্ত নানা ধরনের অনিশ্চয়তা ও শঙ্কা থাকলেও এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সন্তোষজনক রয়েছে। সকাল থেকে ভোটার ও বিএনপির কর্মী-সমর্থকেরা ভোটের মাঠে স্বত:স্ফুর্তভাবে আছেন উল্লেখ করে তিনি বলেন, আশা করি বিকেল চারটা পর্যন্ত ভোটকেন্দ্রের এ পরিবেশ বজায় থাকবে। তিনি আশা প্রকাশ করেন, ভোটকেন্দ্রের এই পরিস্থিতি বজায় থাকলে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বিশাল ব্যবধানে জয়ী হবেন।
রিজভী বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলে স্থির হয়ে থাকা গণতন্ত্রের চাকা আবার চলতে শুরু করবে। ফলাফল গণনা ও ঘোষণা পর্যন্ত ভোটকেন্দ্রে থাকতে ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্টদের প্রতি আহ্বান জানান রুহুল কবির রিজভী।
২২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস