নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের রেকর্ড সৃষ্টি করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সস্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেছেন, নির্বাচন যেকোনো মূল্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার যে ওয়াদা করেছিলাম, তা অক্ষরে অক্ষরে পালন করেছি।
এই নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের রেকর্ড সৃষ্টি করেছে।
তিনি বলেন, নাসিক এ শান্তিপূর্ণ নির্বাচনের একটা রেকর্ড হয়েছে বলে আমি মনে করি। এ নির্বাচন নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। সব জল্পনা-কল্পনা অমূলক হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে হওয়ায় নারায়ণগঞ্জবাসীকে অভিনন্দন জানাই। জনরায়ে আমাদের বিজয় হবে বলে আশা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, দীপু মনি, আবদুর রহমান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল প্রমুখ।
২২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস