নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন কতটা সুষ্ঠু হয়েছে তা বোঝা যাবে ফল প্রকাশের পর বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নির্বাচন সুষ্ঠু হয়েছে। কিন্তু কতটা সুষ্ঠু হয়েছে, তা এই মুহূর্তে বোঝা যাবে না। নির্বাচনের ফল প্রকাশের পর বোঝা যাবে।
রিজভী বলেন, বাইরে অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ মনে হলেও ভেতরে ভেতরে কারচুপি হতে পারে। আবার ভোটগ্রহণ যাই হোক ফলাফল তৈরির ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং হতে পারে। সেজন্য ফল প্রকাশের আগ মুহূর্ত পর্যন্ত নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
রুহুল কবির রিজভী বলেছেন, পর্দার অন্তরালে কী হচ্ছে তা আমাদের জানা নেই। পর্দার অন্তরালে অনেক কিছু ঘটে, ঘটানো যায়। তার প্রমাণ আমরা বহুবার দেখেছি। তবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে এ পর্যন্ত যতটুকু দেখেছি তাতে নির্বাচন সুষ্ঠু মনে হয়েছে। এখন নির্বাচনের সব প্রক্রিয়া সম্পন্ন হলে বাকিটা জানা যাবে।
রিজভী আরও বলেন, জনগণের রায় আমরা মেনে নেব। যে ফলাফলে জনগণের রায়ের প্রতিফলন ঘটবে সেটা মেনে নিতে আমরা প্রস্তুত। নির্বাচনটা কতটুকু সুষ্ঠু হয়েছে, বা এর গভীরে কী চলছে সেটা ফলাফল ঘোষণার পর বোঝা যাবে।
এদিকে বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ ব্রিফিংয়ে রিজভী জানান, নারায়নগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক।
তখন তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে গতকাল বুধবার রাত পর্যন্ত নানা ধরনের অনিশ্চয়তা ও শঙ্কা থাকলেও এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ ও সন্তোষজনক রয়েছে। সকাল থেকে ভোটার ও বিএনপির কর্মী-সমর্থকেরা ভোটের মাঠে স্বত:স্ফুর্তভাবে আছেন উল্লেখ করে তিনি বলেন, আশা করি বিকেল চারটা পর্যন্ত ভোটকেন্দ্রের এ পরিবেশ বজায় থাকবে। তিনি আশা প্রকাশ করেন, ভোটকেন্দ্রের এই পরিস্থিতি বজায় থাকলে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান বিশাল ব্যবধানে জয়ী হবেন।
২২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস