বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১৬, ০৭:০০:২৪

এই প্রথম খালেদার সাথে আদালতে কোকোর মেয়ে জাফিয়া

এই প্রথম খালেদার সাথে আদালতে কোকোর মেয়ে জাফিয়া

নিউজ ডেস্ক : বিএনপির চেয়ারপানসন বেগম খালেদা জিয়ার সঙ্গী হিসেবে তার সাথে আজ বৃহস্পতিবার আদালতে উপস্থিত ছিলেন তার নাতনি জাফিয়া রহমান। তিনি খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর বড় মেয়ে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত দিতে আজ সাড়ে ১১টার দিকে আদালতে উপস্থিত হন খালেদা জিয়া।

চেয়ারপারসনের প্রেস উইং-এর সদস্য শায়রুল কবির সংবাদমাধ্যমকে বলেন, এই প্রথম কোকোর পরিবারের কোনো সদস্য খালেদার সঙ্গে আদালতে উপস্থিত হয়েছেন। জাফিয়া রহমান লন্ডনে থাকেন।

আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য দেয়ার এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করার দিন ধার্য ছিল।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য ফের সময় পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আগামী ৫ জানুয়ারি অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য নতুন দিন ধার্য করেন আদালত।

ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে অসমাপ্ত বক্তব্য দিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতে উপস্থিত হন তিনি।

এর আগে ১৫ ডিসেম্বর খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে সময়ের আবেদন দাখিল করেন। আদালত সময়ের আবেদন মঞ্জুর করে বলেন, ২২ ডিসেম্বর বেগম খালেদা জিয়া আদালতে হাজির না হলে তার জামিন বাতিল করা হবে।

৮ ডিসেম্বর ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দার পুনঃবিবেচনার আবেদন মঞ্জুর করে খালেদার অসমাপ্ত বক্তব্য দেয়ার জন্য ১৫ ডিসেম্বর দিন ধার্য করেন।

১ ডিসেম্বর বেগম খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থন করে নিজেকে নির্দোষ দাবি করে সাফাই সাক্ষী দেবেন বলে আদালতকে বলেন। এর পর তিনি আত্মপক্ষ সমর্থনে আংশিক বক্তব্য প্রদান করে সময়ের আবেদন করেন।

আজ আদালত খালেদা জিয়ার আইনজীবীদের আবেদনের পর খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আগামী ৫ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন।

২২ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে