শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ০১:১০:০৭

নির্বাচন নিয়ে ম্যাডামের নির্দেশ ছাড়া একটি কথাও নয় : রিজভী

নির্বাচন নিয়ে ম্যাডামের নির্দেশ ছাড়া একটি কথাও নয় : রিজভী

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভী বিপুল ভোটের ব্যবধানে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ার পর বিএনপির পক্ষ থেকে কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি। দলটির নেতারা মুখ খুলছেন না।  

রাত ৯টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ সম্মেলন করবেন এমনটা জানানো হলেও শেষ পর্যন্ত তা করা হয়নি। ধানের শীষের চেয়ে নৌকা প্রতীকের ভোটের ব্যবধান দ্বিগুণ।

বিএনপির প্রতিক্রিয়া জানতে সন্ধ্যার পর থেকেই সাংবাদিকরা ভিড় করেন কেন্দ্রীয় কার্যালয়ে। রাত নয়টার কিছুক্ষণ আগে কার্যালয়ের কর্মকর্তা রেজাউল করিম এসে সাংবাদিকদের জানান, এখন ব্রিফিং হবে না,  রাত ১১টায় হবে। তবে এটাও অনিশ্চিত হয়ে পড়ে। পরে সাংবাদিকরা অনেকেই চলে যান।

কেন্দ্রীয় কার্যালয়ে অবস্থান করছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। প্রতিক্রিয়া জানতে বারবার পীড়াপীড়ি করলে তিনি বলেন, ‘খালেদা জিয়ার নির্দেশ ছাড়া একটা কথাও বলা যাবে না। কিছুক্ষণ পর মহাসচিবের সঙ্গে ম্যাডামের বৈঠকের পর সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত ছাড়া কোনো কথা বলতে পারবো না। আনুষ্ঠানিক বলেন আর অনানুষ্ঠানিক বলেন কোনো কথা বলা যাবে না নেত্রীর নির্দেশ ছাড়া।’

রিজভী বলেন, ‘মহাসচিবের সঙ্গে নেত্রীর বৈঠকের পর সিদ্ধান্ত নিয়ে আপনাদের ব্রিফিংয়ের বিষয়ে এক ঘণ্টা আগে জানিয়ে দেয়া হবে। আপনারা এখন চলে যান।’

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় দ্বিগুণ ভোটে পরাজিত করে দ্বিতীয়বারের মতো নারায়াণগঞ্জের সিটি মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।

২৭ ওয়ার্ড নিয়ে গঠিত নাসিকে মোট ভোট কেন্দ্র ১৭৪টি।  প্রাথমিক ভাবে ১৭৪টি কেন্দ্রের ফলাফলে বিজয়ী আইভীর নৌকা প্রতিক পেয়েছে ১ লাখ ৭৬ হাজার ৮২৬ ভোট এবং পরাজিত সাখাওয়াতের ধানের শীষ পেয়েছে ৯৬ হাজার ৬৭৪ ভোট। অর্থ্যাৎ ৮০ হাজার ১৫২ ভোটের ব্যবধানে জিতেছেন আইভী।

২৩ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে