শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ০৪:২৫:৪৪

আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা

আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা

নিউজ ডেস্ক : আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে দুই জঙ্গি নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আহত শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ২টা থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটিতে অভিযান চালাচ্ছে পুলিশের সিটিটিসি ইউনিট ও সোয়াত টিম।
 
সিটিটিসি প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম জানান, বাড়িটি থেকে এখন পর্যন্ত চারজন আত্মসমর্পণ করেছে, দুজন এখনও ভেতরে আছে। তাদের আমরা বারবার আত্মসমপর্ণের আহ্বান জানিয়েছি। কিন্তু তারা শোনেনি। তারপর একজন মহিলা এগিয়ে এসে সুইসাইডাল ভেস্টের বিস্ফোরণ ঘটায়। এতে তার মৃত্যু ঘটে। একটি শিশুও তখন ওই বিস্ফোরণে আহত হয়। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তিনি জানান, বাড়িটির ভেতর থেকে আরেকটা ছেলে সর্বশেষ ১৫-২০ মিনিট আগে গুলি ও গ্রেনেড ছুড়েছে। এতে আমাদের কয়েকজন সদস্য আহত হন। আমরাও তখন আত্মরক্ষার্থে কাউন্টার অ্যাটাক করেছি। সে ভেতরে পড়ে আছে। সে আহত নাকি নিহত এখনও নিশ্চিত নয়।

এই অভিযানে দুই নারী ও শিশু সন্তানসহ ৪ জন আত্মসমর্পণ করেছেন। তারা হচ্ছেন- মেজর জাহিদের (চাকরিচ্যুত সামরিক কর্মকর্তা) স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার সন্তান এবং আরেক জঙ্গি মুসার স্ত্রী তৃষা ও তার সন্তান। তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

আজ সকালে ঘটনাস্থল থেকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, অত্যন্ত সতর্কতার সাথে ওই বাড়িতে অবস্থানরত জঙ্গি সদস্যদের আত্মসমর্পণের জন্য পদক্ষেপ নেয়া হয় এবং আত্মসমর্পণের জন্য বলা হয়। পরে সূর্য ভবন নামে ৩-তলার ওই বাড়ি থেকে ২ শিশু সন্তানসহ ২ নারী বেরিয়ে এসে আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে।

কাউন্টার টেরোরিজম সিটি ইউনিটের কর্মকর্তারা জানান, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর রাত থেকেই ওই বাড়িটিকে ঘিরে রাখে পুলিশ। পরে আজ সকাল সাড়ে ৭টার দিকে অভিযান শুরু করা হয়।

কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, আশকোনার বাড়ির অভিযান অব্যাহত রয়েছে। তারা ধারণা করছেন, ওই বাড়িতে আরো ২ থেকে ৩ জন জঙ্গি থাকতে পারে।

কাউন্টার টেরোরিজমের সিটি ইউনিটের কর্মকর্তারা জানান, আশকোনার হাজী ক্যাম্পের কাছে পূর্বপাড়ার জঙ্গি আস্তানার ওই বাড়িটির নাম সূর্য ভবন।

এ অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, পুলিশের উত্তরা জোনের ডিসি বিধান ত্রিপুরা ও সোয়াত টিম কর্মকর্তাবৃন্দ।

২৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে