শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ০৫:০২:১৩

অভিযান সমাপ্ত ঘোষণার পর ফের গ্রেনেড বিস্ফোরণ

অভিযান সমাপ্ত ঘোষণার পর ফের গ্রেনেড বিস্ফোরণ

নিউজ ডেস্ক : আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযান সমাপ্ত ঘোষণা করার পর বিকেল সাড়ে চারটার দিকে আরো একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটেছে। বিকাল পৌনে চারটায় ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল  অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

শনিবার ভোররাতে অভিযান শুরুর পর বিকাল পৌনে চারটায় ঘটনাস্থলে এসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সাংবাদিকদের বলেন, অভিযান শেষ হয়েছে। অভিযানে আহত অবস্থায় চারজনকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, জঙ্গি সুমনের স্ত্রীসহ দুইজনের লাশ ভবনের ভেতরে রয়েছে। এরই মধ্যে নতুন করে এ বিস্ফোরণের ঘটনা ঘটলো।

শুক্রবার দিবাগত রাত ২টা থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটিতে অভিযান চালাচ্ছে পুলিশের সিটিটিসি ইউনিট ও সোয়াত টিম। এতে দুই জঙ্গি নিহত হয়েছে।

এই অভিযানে দুই নারী ও শিশু সন্তানসহ ৪ জন আত্মসমর্পণ করেছেন। তারা হচ্ছেন- মেজর জাহিদের (চাকরিচ্যুত সামরিক কর্মকর্তা) স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার সন্তান এবং আরেক জঙ্গি মুসার স্ত্রী তৃষা ও তার সন্তান। তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে