শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ০৬:০২:২৪

অনলাইন ব্যবসায়ীর পরিচয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

অনলাইন ব্যবসায়ীর পরিচয়ে বাসা ভাড়া নেয় জঙ্গিরা

নিউজ ডেস্ক : নিজেদের আসল পরিচয় গোপন করে অনলাইন ব্যবসায়ীর পরিচয় দিয়ে প্রায় পাঁচ মাস আগে রাজধানীর আশকোনার দক্ষিণখানের মসজিদ রোডের সূর্য ভিলা নামে তিনতলা ওই বাড়িটির নিচতলা ভাড়া নিয়েছিল জঙ্গিরা। ওই বাড়ির মালিক কুয়েত প্রবাসী জামাল উদ্দিনের মেয়ে জোনাকি এ কথা জানিয়েছেন।

জোনাকি বলেন, পাঁচমাস আগে ইমতিয়াজ আহমেদ নামে অনলাইন ব্যবসায়ীর পরিচয় দিয়ে বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। এরপর তিনি তার স্ত্রী-সন্তান নিয়ে এ বাসায় ওঠেন। তবে তারা বাসা থেকে কম বের হতো। শান্ত-শিষ্ট ছিল বলে তাদের কখনও সন্দেহ হয়নি।

তারা ভাড়াটিয়া ফরম পূরণ করে পুলিশের কাছে দিয়েছিল এবং ন্যাশনাল আইডির একটা কপিও জমা দিয়েছেল বলে জানান জোনাকি।

ফ্লাটটি ভাড়া নেওয়ার পর থেকে সব সময় দরজা-জানালা বন্ধ রাখতো জঙ্গিরা। এজন্য তাদের সম্পর্কে ওই এলাকার প্রতিবেশীরা তেমন কিছুই জানতেন না। তাদের সঙ্গে প্রতিবেশীদের তেমন পরিচয়ও হয়নি। ওই এলাকার স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে এমনটা জানা গেছে।

ওই বাড়ির নিচতলার এক ভাড়াটিয়া বলেন, নিচতলার পাশের ফ্লাটটি কারা ভাড়া নিয়েছে তা আমি জানতাম না। ফ্লাটটির দরজা ও জানালা সব সময় বন্ধ রাখা হতো। গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অভিযানের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমার কাছে ওই ফ্লাটের ভাড়াটিয়াদের সম্পর্কে জিজ্ঞাসা করে। কিন্তু তাদের কখনো দেখিনি বলে আমি পুলিশকে কিছু জানাতে পারিনি। এ সম্পর্কে তৃতীয় তলায় বসবাসরত বাড়ির মালিকের কাছে বিস্তারিত জানতে আমি পুলিশকে অনুরোধ জানাই।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ শনিবার ভোররাত দুইটা থেকে দক্ষিণখানের হাজিক্যাম্পের কাছে সূর্য ভিলা নামে তিনতলা এই ভবন ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর পুলিশের বিশেষ অভিযানে দুই সন্তানসহ দুই নারী আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করে। এরা হলেন,  নিহত জঙ্গি মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার সন্তান এবং আরেক জঙ্গি মুসার স্ত্রী তৃষা ও তার সন্তান।

২৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে