শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ০৬:৪৭:৩৯

নারায়ণগঞ্জে বিএনপির আংশিক বিজয় হয়েছে : ফখরুল

নারায়ণগঞ্জে বিএনপির আংশিক বিজয় হয়েছে : ফখরুল

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে বিএনপি একটু ভিন্নভাবে দেখছে। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির দীর্ঘদিনের যে সংগ্রাম, নারায়ণগঞ্জের নির্বাচনে তার আংশিক বিজয় হয়েছে। তবে এই নির্বাচনকে বিএনপি আরও খতিয়ে দেখছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখে বেরিয়ে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা নারায়ণগঞ্জের নির্বাচনকে একটু ভিন্নভাবে দেখছি। এই নির্বাচনে নির্বাচন কমিশন বাধ্য হয়েছে বাহ্যিকভাবে একটি সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য। এটাকেই আমরা আংশিক বিজয় হিসেবে দেখছি।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘নাসিক নির্বাচন নিয়ে কী হয়েছে তা নিয়ে এরইমধ্যে আমরা আমাদের অবস্থান বলেছি। তবে আমরা আরও পরীক্ষা করছি, খতিয়ে দেখছি। এরপরই আরও ভালোভাবে বলতে পারব যে সেখানে কী ঘটেছিল।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘নারায়ণগঞ্জের নির্বাচন একটি স্থানীয় সরকার নির্বাচন। আমরা মনে করি, স্থানীয় সরকার নির্বাচন দিয়ে কখনও জাতীয় নির্বাচনের ধারণা দেওয়া ঠিক না।’

হাসপাতালে চিকিৎসাধীন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার স্বাস্থ্যের খোঁজখবর নেন মির্জা ফখরুল। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

২৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে