নিউজ ডেস্ক : রাজধানীর আশকোনার যে বাড়িতে অভিযান চালানো হয়েছে, তাতে বম্ব ডিসপোজাল ইউনিট কাজ করবে আগামীকাল। ওই বাড়ির মধ্যে যে লাশটি রয়েছে সেটাও কাল উদ্ধার করা হবে। অভিযান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
মনিরুল ইসলাম বলেন, ‘বাসাটি এখন অন্ধকার। ভেতরে গ্যাস ও বিস্ফোরক রয়েছে। তাই এখনই ভেতর প্রবেশ করা যাচ্ছে না। আগামীকাল সকাল থেকে ফের আমাদের বম্ব ডিসপোজাল টিম কাজ করবে। আগামীকাল (রবিবার) সকাল থেকে বিস্ফোরক নিষ্ক্রিয় করা হবে।' তবে রাতে বাড়িটি পুলিশ প্রহরায় থাকবে বলে জানান তিনি।
সিটিটিসি প্রধান জানান, ওই বাড়ির মধ্যে যে লাশটি রয়েছে, সেটাও আগামীকাল সকালে উদ্ধার করা হবে। তবে বাইরে থাকা নারীর লাশটি আইনগত প্রক্রিয়া শেষ করে আজকেই ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানান তিনি। ওই বাড়ির বাকি লোকদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাত ২টা থেকে রাজধানীর আশকোনায় জঙ্গি আস্তানা সন্দেহে ওই বাড়িটিতে অভিযান চালাচ্ছে পুলিশের সিটিটিসি ইউনিট ও সোয়াত টিম। এতে দুই জঙ্গি নিহত হয়েছে।
এই অভিযানে দুই নারী ও শিশু সন্তানসহ ৪ জন আত্মসমর্পণ করেছেন। তারা হচ্ছেন- মেজর জাহিদের (চাকরিচ্যুত সামরিক কর্মকর্তা) স্ত্রী জেবুন্নাহার শিলা ও তার সন্তান এবং আরেক জঙ্গি মুসার স্ত্রী তৃষা ও তার সন্তান। তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
২৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস