নিউজ ডেস্ক : ভোটের দিন সকালে, দুপুরে, বিকেলে এমনকি সন্ধ্যার সময়েও বলেছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। আর যখনই ভোটে হেরে গেল তখন বলল এটার মধ্যে কিন্তু আছে। বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এত বেশী উন্নয়ন হয়েছে যে পৃথিবীর মানুষ তাকিয়ে আছে। তারা ভাবছে বাংলাদেশের মতো একটি দেশ কিভাবে এগিয়ে যাচ্ছে।
আজ শনিবার বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের পরানগঞ্জ বাজার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এক সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, পদ্মা ব্রিজের জন্য বিশ্ব ব্যাংক যখন টাকা বন্ধ করে দিল তখন এ দেশের নিজস্ব টাকায় পদ্মা ব্রিজ নির্মাণ করা হচ্ছে। পদ্মা ব্রিজ থেকে পায়রা বন্দর পর্যন্ত রেল লাইন হবে। পদ্মা ব্রিজ থেকে কুষ্টিয়া পর্যন্ত আরেকটি রেল লাইন হচ্ছে। কর্ণফুলী টার্নেজ, জিপশি বোর্ড, মেট্রো রেলসহ বাংলাদেশে অভুতপূর্ব উন্নয়ন হয়েছে। যার কারণে নারায়নগঞ্জে আমাদের নৌকা প্রতিকের প্রার্থী ডাঃ সেলিনা হায়াত আইভী প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে বিএনপি দলীয় প্রার্থীকে পরাজিত করেছে।
তিনি আরো বলেন, নারায়নগঞ্জের উন্নয়ন ও আওয়ামী লীগের উন্নয়ন ধরে রাখার জন্যই আইভীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। অথচ নির্বাচনের আগে বিএনপি কত কথা বলেছে। তারা ভোটের দিন সকালে, দুপুরে, বিকেলে এমনকি সন্ধ্যার সময়েও বলেছে নির্বাচন সুষ্ঠু হচ্ছে। আর যখনই ভোটে হেরে গেল তখন বলল এটার মধ্যে কিন্তু আছে। বিএনপি এখন খেই হারিয়ে ফেলেছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ২০১৪ সালে নির্বাচন না করে বিএনপি ভরাডুবির মধ্যে আছে। তারা ২০১৪ সালে নির্বাচন না করে যে ভুল করেছে নারায়নগঞ্জের নির্বাচন করে সেই ভুল তারা স্বীকার করে নিয়েছে। তাই আগামী নির্বাচনেও বিএনপি অংশ নেবে।
ভোলার উন্নয়নে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে উল্লেখ করে তোফায়েল বলেন, ভোলা-বরিশাল সড়ক যোগাযোগের লক্ষে ব্রিজ স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ কাজের জন্য এখন সমীক্ষা চলছে। সমীক্ষা শেষ হলে বিদেশি একটি কম্পানি ব্রিজ নির্মাণ কাজ করলে খুব দ্রুত ভোলা-বরিশাল সড়ক স্থাপিত হবে। ভোলা-বরিশালের ব্রিজ স্থাপিত হলে মাত্র ২ ঘণ্টায় ভোলা থেকে বরিশাল যাওয়া সম্ভব হবে। ঢাকা যেতে সময় লাগবে মাত্র ৪-৫ ঘণ্টা। এর আগেও বিএনপির আমলে ভোলায় এমপি-মন্ত্রী ছিল কিন্তু তিনি ভুলেও তারা ভোলার নদী ভাঙন দেখতে মেঘনা-তেঁতুলিয়া নদীর পারে আসেননি। অথচ আমি এমপি হওয়ার পর হাজার হাজার কোটি টাকার কাজ করে নদী ভাঙন রোধ করার চেষ্টা করছি।
ইলিশা বাজার কমিটির সভাপতি ডাঃ হারুন অর রশিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব।
২৪ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস