রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:৪৭:৫২

বিস্ফোরক নিষ্ক্রিয় করতে আশকোনার জঙ্গি আস্তনায় ঢুকেছে পুলিশ

বিস্ফোরক নিষ্ক্রিয় করতে আশকোনার জঙ্গি আস্তনায় ঢুকেছে পুলিশ

নিউজ ডেস্ক : দ্বিতীয় দিনের মতো আজ রবিবার রাজধানীর দক্ষিণখানের আশকোনার জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে পুলিশ। বিস্ফোরক নিষ্ক্রিয় করতে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোসাল টিম কাজ শুরু করেছে।

বোম্ব ডিসপোসাল টিমের প্রধান ছানোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

আশকোনার জঙ্গি আস্তানায় শুক্রবার রাত ১২ টা থেকে সিটিটিসির চলা অভিযান বিকাল ৩টা ৪২ মিনিটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সমাপ্ত ঘোষণা করেন।

শুক্রবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের সিটিটিসি ইউনিট দক্ষিণখান থানার পূর্ব আশকোনার ৫০ নম্বর বাড়িতে অভিযান চালায়। অভিযানে এক নারী ও এক কিশোর জঙ্গি নিহত হয়েছে। পুলিশের আহ্বানে সাড়া দিয়ে আত্মসমর্পণ করেছে দুই নারী ও তাদের দুই সন্তান। নিহত নারী জঙ্গির আত্মঘাতী বোমা বিস্ফোরণে আহত হয় তার শিশুকন্যা। ওই শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে