রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬, ০২:৪৮:৪১

তারা সব ভালো অর্জনকে বিতর্কিত করতে চায়: নাসিম

তারা সব ভালো অর্জনকে বিতর্কিত করতে চায়: নাসিম

নিউজ ডেস্ক: জামায়াত ইসলামীকে ‘যুদ্ধাপরাধীর দল’ হিসেবে উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, জামায়াতকে নিয়ে খালেদা জিয়া চক্রান্তে লিপ্ত রয়েছেন। তাদের সঙ্গে নিয়ে বিএনপি কোনও দিন বিজয় অর্জন করতে পারবে না। বিএনপি দেশের সব ভালো অর্জনকে বিতর্কিত করতে চায় বলেও মন্তব্য করেছেন তিনি।

রবিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে তিনি এই কথা বলেন। নাসিম বলেন, 'জামায়াতকে সঙ্গে নিয়ে এখনও চলতে চায় খালেদা জিয়া। তাই তাদের নিয়ে চক্রান্তে লিপ্ত রয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

তিনি আরও বলেন, 'আর যাই হোক জামায়াতকে সঙ্গে নিয়ে বিএনপি কোনও দিন বিজয় অর্জন করতে পারবে না।'

নাসিম বলেন, 'বিএনপি দেশের সব ভালো অর্জনকে বিতর্কিত করতে চায়। নারায়ণগঞ্জে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে। শেখ হাসিনার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয় এটা আবারও প্রমাণ হয়েছে। তারপরও বিএনপি এই নির্বাচন নিয়ে যে প্রতিক্রিয়া দিয়েছে সেটা তারা হতাশা থেকে দিয়েছে। এটা তাদের চিরদিনের অভ্যাস। নির্বাচনকে বিতর্কিত উল্লেখ করে তাদের যে বক্তব্য সেটা হাস্যকর।'

এ সময় নাসিম জানান, ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ধানমণ্ডির ৩২ নম্বরে তাঁর প্রতিকৃতিতে সকাল ৭টায় ১৪ দল শ্রদ্ধা নিবেদন করবে। সংবাদ সম্মেলনে ১৪ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।
২৫ ডিসেম্বর, ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে