মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০১৫, ০৪:৪৯:০৩

এবার মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনশন

 এবার মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অনশন

নিউজ ডেস্ক : মেডিকেল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ এনে ফলাফল বাতিল ও পুনরায় পরীক্ষার নেয়ার দাবিতে বুধবার অনশন করবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টা থেকে শহীদ মিনারে অনশন করবেন তারা।

আন্দোলনের ২৫তম দিন মঙ্গলবার পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনারের সামনে অবস্থান নেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।  পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার সকাল ১০টা থেকে শহীদ মিনারের সামনে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে অনশন করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা বাতিল করা হয়।  শহীদ মিনারে মঙ্গলবার দুপুর ১টা পর্যন্ত অবস্থান করার পর আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বৃষ্টির কারণে প্রেসক্লাবের সামনে অনশন করা যায়নি।  আগামীকাল বৃষ্টি থাকলেও সকাল ১০টা থেকে শহীদ মিনারে অনশন কর্মসূচি পালন করব।

এদিকে মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে রোববার।  মঙ্গলবার দুপুরে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ এ কথা জানান।

তিনি জানান, গত ৩০ সেপ্টেম্বর করা রিট আবেদনের শুনানি আগামী রোববার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি ইকবাল কবির লিটনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চে অনুষ্ঠিত হবে।
১৩ অক্টোবর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে