শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৬:৩৪

পাহাড় ও সমতল সব মিলে বাংলাদেশ, ঐক্যবদ্ধভাবে বসবাস করব: নাহিদ হাসান

পাহাড় ও সমতল সব মিলে বাংলাদেশ, ঐক্যবদ্ধভাবে বসবাস করব: নাহিদ হাসান

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ হাসান বলেছেন, ‘এখানে (পার্বত্য অঞ্চলে) পাহাড়ি ও বাঙালির মধ্যে বিভেদ, বিভক্তি ও দ্বন্দ্ব তৈরি করে অনেক পক্ষ সুবিধা নিতে চায়। আমরা তাদের সুযোগ করে দেব না। আমরা বলব, পাহাড় ও সমতল সব মিলে বাংলাদেশ। ঐক্যবদ্ধভাবে বসবাস করব।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ির দীঘিনালা বাসস্টেশনের লারমা স্কয়ারে স্থানীয়দের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা নাহিদ হাসান। পাহাড়ে সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, ‘এই ঘটনায় যারা জড়িত থাকবে, তাদের বিচারের মুখোমুখি করা হবে। যারা দোকানপাট পুড়িয়ে দিয়েছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তাদের আমরা বিচারের আওতায় আনব। আমরা বারবার করে বলছি, আইন কেউ নিজের হাতে নেবেন না।’

এ সময় তিনি আরো বলেন, ‘কেউ যদি অপরাধ করে, দোষও করে–সেটার জন্য আপনারা শাস্তি দিতে যাবেন না। সেটার জন্য রাষ্ট্র আছে, পুলিশ আছে। আমরা যদি নিজেরায় আইন নিজের হাতে তুলে ফেলি, তাহলে তো এত প্রতিষ্ঠানের দরকার নেই। সমাধানের জন্য আলোচনার কোনো বিকল্প নেই।’

 দীঘিনালায় তথ্য উপদেষ্টা বলেন, ‘আমার এখানে আসার কথা ছিল না। এখানকার পরিস্থিতি জানতে আমি ফেনী থেকে এখানে এসেছি। আমি মনে করি, বাংলাদেশের কোনো একটি অঞ্চল অশান্তিতে থাকলে সেটার প্রভাব পুরো বাংলাদেশে পড়ে। ফলে আমাদের একসঙ্গে থাকতে হবে।

আমরা কিন্ত লড়াই-সংগ্রাম করে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। যেখানে আমরা সম্প্রীতির সঙ্গে সবার অধিকার নিশ্চিত করতে পারব এবং সব প্রকারের বৈষম্য দূর করতে পারব।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে