বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ০৯:২৫:৪৮

নিহত ৪ পুলিশ সদস্যের পরিবারকে অনুদানের চেক প্রদান প্রধানমন্ত্রীর

নিহত ৪ পুলিশ সদস্যের পরিবারকে অনুদানের চেক প্রদান প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের জুলাইয়ে গুলশানে হোটেল আর্টিজান বেকারিতে এবং কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদ জামায়াতে সন্ত্রাসী হামলায় নিহত ৪ পুলিশ সদস্যের পরিবারের কাছে আজ আর্থিক অনুদান প্রদান করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ এক অনাড়ম্বর অনুষ্ঠানে নিহত পুলিশ সদস্যের পরিবারের কাছে ৫০ লাখ টাকার ৯টি চেক হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম একথা জানান।

গোয়েন্দা বিভাগের (ডিবি) সিনিয়র সহকারী সুপারিনটেনডেন্ট রবিউল করিম এবং বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন খান চলতি বছরে ১ জুলাই হোটেল আর্টিজানে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন। ৭ জুলাই শোলাকিয়া ঈদ জামাতে সন্ত্রাসী হামলায় নিহত হন কনস্টেবল জহুরুল হক ও কনস্টেবল আনসারুল হক।

রবিউল করিমের মা করিমন নেছা, পিতা সাজেদুল ইসলাম, স্ত্রী উম্মে সালমা, সালাউদ্দিন খানের স্ত্রী বেগম রিম করিম, কন্যা সামান্থা, পুত্র সেম রাইয়ান, কনস্টেবল আনসারুল হকের মা রাবেয়া আক্তার, স্ত্রী নুরুন্নাহার বেগম এবং কনস্টেবল জহিরুল হকের মা জুবাইদা খাতুন চেক গ্রহণ করেন।

চেক গ্রহণকালে নিহত পুলিশ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। প্রধানমন্ত্রী তাদের সান্তনা দেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।

২৮ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে