বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬, ১১:৩০:০৬

পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী ফল প্রকাশ: ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি

পঞ্চম ও অষ্টম শ্রেণীর সমাপনী ফল প্রকাশ: ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি

এমটি নিউজ, ঢাকা: পঞ্চম শ্রেণীর প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং অষ্টম শ্রেণীর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দেশের অর্ধ কোটি পঞ্চম ও অষ্টম শ্রেণীর শিশু-কিশোর শিক্ষার্থীর অপেক্ষার অবসান ঘটলো।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় প্রধানমন্ত্রীর হাতে ফলাফলের অনুলিপি তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

এবছর জুনিয়রে পাসের হার ৯২.৩৩ শতাংশ। জিপিএ ৫ পেয়েছেন ৫১ হাজার ৩২৫ জন। সিলেট বোর্ডে পাসের হার ৯৩.৩৭%, দিনাজপুর বোর্ডে পাসের হার ৯২.৯৯% এবং চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৯০.৭৫%। এছাড়াও দেশের ২৮ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করতে পারেনি। দুই মন্ত্রীর ফলা ঘোষণার পর শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ওয়েবসাইট এবং মুঠোফোনে ফল জানা যাবে।

প্রাথমিক-ইবতেদায়ী সমাপনীর ফল পাওয়া যাবে যেভাবে

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীর ফল www.dpe.gov.bd ও http://dpe.teletalk.com.bd ওয়েবসাইট থেকে এবং এসএমএসের মাধ্যমে সংগ্রহ করা হবে। এছাড়াও http://careerbdnews.com/jsc-2016-bangladesh-result-online/ থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

এসএমএস’র মাধ্যমে প্রাথমিক সমাপনীর ফল পেতে যে কোন মোবাইল থেকে DPE লিখে স্পেস দিয়ে উপজেলা কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি ম্যাসেজে ফল জানানো হবে।

ইবতেদায়ীর ক্ষেত্রে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে EBT লিখে স্পেস দিয়ে উপজেলা কোড লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৬ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানা যাবে।

জেএসডি-জেডিসির ফল পাওয়া যাবে যেভাবে

ওই দিন সাড়ে ১২টা থেকে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সকল পরীক্ষা কেন্দ্র/শিক্ষা প্রতিষ্ঠান (সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ই-মেইল/ওয়েব মেইল) এবং এসএমএসের মাধ্যমে একযোগে প্রকাশ করা হবে।

নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরীক্ষার্থীরা মোবাইলে এসএসএম, শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট www.educationboardresults.gov.bd এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবে। এছাড়াও http://careerbdnews.com/jsc-2016-bangladesh-result-online/ থেকে ফল সংগ্রহ করতে পারবেন।

মোবাইল এসএমএসের মাধ্যমেও জেএসসির ফল পেতে যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে JSC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম ইংরেজি তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পাসের বছর ‘২০১৬’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

এসএমএসের মাধ্যমে জেডিসির ফল পেতে JDC লিখে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের প্রথম ইংরেজি তিন অক্ষর, স্পেস দিয়ে রোল নম্বর, স্পেস দিয়ে পাসের বছর ‘২০১৬’ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। - See more at: http://www.manobkantha.com/2016/12/29/180433.php#sthash.jdykcNkv.dpuf

২৯ ডিসেম্বর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আল-আমিন/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে