বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০১৬, ০৪:৪৮:৩৮

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ

৫ জানুয়ারি ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভেতরে ষড়যন্ত্রের যে অভিযোগ করেছেন তার তথ্য প্রমাণ দিতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিনটিকে গণতন্ত্রের ‘বিজয় দিবস’ হিসেবে পালন করবে আওয়ামী লীগ। এ উপলক্ষে রাজধানীতে সমাবেশ করবে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার দুপুরে ধানমণ্ডির একটি কমিউনিটি সেন্টারে আওয়ামী লীগের এক যৌথসভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত জনসভার প্রস্তুতি হিসেবে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের ‘বিজয় দিবস’ উপলক্ষে ৫ জানুয়ারি সারাদেশের জেলা-উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। এছাড়া রাজধানীতে ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তরের উদ্যোগে রাসেল স্কয়ারে ও বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণের উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে।

নাসিক নির্বাচন নিয়ে তিনি বলেন, দেশে বিদেশে সবাই এই নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন বলে মন্তব্য করেছেন। কিন্তু খালেদা জিয়া বলেছেন, ওপরে ফিটফাট, ভেতরে ষড়যন্ত্র হয়েছে। কী ষড়যন্ত্র হয়েছে সে তথ্য জাতির কাছে তাকে প্রকাশ করতে হবে। তা না হলে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে।

২৯ ডিসেম্বর,২০১৬/এমটিনিউজ২৪/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে